স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী পলাতক, পাওয়া যাচ্ছে না ব্যাঙ্কের খাতাও 

আজ খবর (বাংলা), [রাজ্য] ফুলিয়া, নদীয়া, ০৬/০৬/২০২৫ : মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী  পলাতক, ধরছেন না ফোন, ক্লাস্টার তিন সদস্যার বিরুদ্ধেও ব্যাংকের বই রেজুলেশন খাতা আটকে রাখার অভিযোগ গোষ্ঠীর সদস্যাদের, থানার দ্বারস্থ স্বনির্ভর সমিতির সদস্যারা, শুরু তরজা।

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী তথা দলনেত্রী গোষ্ঠীর ৫ লক্ষ টাকা, ও ব্যাংকের খাতা পত্র নিয়ে নিরুদ্দেশ, এমনটাই অভিযোগ গোষ্ঠীর বাকি সদস্যদের। ঘটনাটি নদীয়ার ফুলিয়া এলাকার। জানা যায় নববর্ষ স্বনির্ভর গোষ্ঠী নামে একটি স্বনির্ভর গোষ্ঠী বেশ কিছু মহিলারা মিলে চালান, সেই স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী বৈশাখী অধিকারী, নিজের ফোন বন্ধ করে নিরুদ্দেশ হয়েছেন বলেই অভিযোগ তাদের। এমনকি গোষ্ঠীর খাতা পত্র চাইলেও তা দিচ্ছে না বলে অভিযোগ ওই স্বনির্ভর গোষ্ঠীর নিয়ন্ত্রক অর্থাৎ ক্লাসটার সদস্যর। 

প্রতিটা মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে একটি তিনজনের ক্লাসটার কমিটি, সেই ক্লাসটার কমিটির তিনজন মহিলার বিরুদ্ধেই এই অভিযোগ উঠে আসছে, তারা দীর্ঘ দু বছর ধরে গোষ্ঠীর ব্যাংকের বই মিটিং এর খাতা রেজুলেশন এই সমস্ত কিছুই দিচ্ছে না অন্যান্য সদস্যদের তার ফলেই অসন্তোষ তারা এবং তারই পরিপ্রেক্ষিতে তারা এদিন শান্তিপুর থানার দ্বারস্থ হতে চলেছেন। গোষ্ঠীর সম্পাদিকা শ্রীদেবী প্রামানিক জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে গোষ্ঠীর খাতা পত্র চাইলেও কিছুতেই তা দিচ্ছেন না, এমনকি ৫ লক্ষ টাকা নিয়েও নিরুদ্দেশ হয়েছেন তিনি। 

এত বছর ধরে কাজ করছি এই দু’বছর ধরে যে তিনি এরকম করবেন তা বুঝতে পারিনি। উনার বাড়িতে আমরা গিয়েছিলাম উনার বাড়ির লোক আমাদেরকে জানিয়েছেন এই ব্যাপারে ক্লাস্টারের দুই মহিলা সদস্য জড়িত রয়েছে। তাঁদের বাড়ী গেলেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।তাই বাধ্য হয়ে আমরা এখন শান্তিপুর থানায় অভিযোগ করেছি । 

এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি  তথা বিজেপি নেতা  চঞ্চল চক্রবর্তী রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন। অপরদিকে এই ঘটনায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান  দোষীদের দৃষ্টান্ত মূলক স্বাস্তির দাবি রেখেছেন।


.

Loading

Leave a Comment