অসুস্থ হয়ে সোনিয়া গান্ধী হাসপাতালে

জুন মাসেই তাঁকে সিমলার একটি হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। ফের গতকাল পেটে  ব্যাথা অনুভব করে এবার দিল্লীর হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেস শীর্ষ নেত্রীকে। 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৬/০৬/২০২৫ :  পেটে অসহ্য যন্ত্রনা নিয়ে গতকাল কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়েছে দিল্লীর গঙ্গা রাম হাসপাতালে। তবে আপাতত ভাল আছেন নেত্রী। 

গতকাল পেটে যন্ত্রনা অনুভব করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।  তারপরেই তাঁকে ভর্তি করা হয় দিল্লীর গঙ্গারাম হাসপাতালে।  সেখানকার গ্যাস্ট্রো বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। রাজ্যসভার এই সাংসদের ওপর ২৪ ঘন্টা অবজারভেশন করছেন ঐ  হাসপাতালের চিকিৎসকেরা। 

এই মুহূর্তে সোনিয়া গান্ধীর শারীরিক পরিস্থিতি ঠিক কি তা অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায় নি।  তাঁর ঠিক কি হয়েছে জানা যায় নি সেটাও। 

তবে গত ৭ই জুন, হিমাচল প্রদেশের সিমলা শহরে ইন্দিরা গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছিল, সাধারণ কিছু শারীরিক ব্যাপারে চেক  আপের জন্যে সোনিয়া গান্ধীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।  তাঁর শরীরে মাইনর কিছু সমস্যা ছিল । কিন্তু তিনি স্থিতিশীল ছিলেন। 


Loading

Leave a Comment