শুধুই পুলিশের অনুষ্ঠান নয়, ছিল সমাজসেবাও।

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০১/০৯/২০২৫ : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে পুলিশ দিবস উদযাপন করা হল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২০সাল থেকে প্রতি বছর ১লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। রাজ্যের সর্বত্র সব থানাতেই পালিত হয় পুলিশ দিবস।
গত ৬বছর ধরে গোটা রাজ্য জুড়ে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে। সোমবার অর্থাৎ আজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুলিশ কমিশনারেটের মাঠে পুলিশ দিবস পালন করা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর,ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার,ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং ও কাজী সামসুদ্দিন আহমেদ,এছাড়াও উপস্থিত ছিলেন এ.সি.পি, এ.ডি.সি.পি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ট্রাফিক ও থানার আইসি ওসিরা।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার সি. সুধাকরকে পুলিশ দিবস উপলক্ষে ব্যাজ পরানোর পাশাপাশি তাঁকে ব্যান্ড স্যালুটও জানানো হয়। এদিন রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামাও এই সুন্দর অনুষ্ঠানে যোগ দিয়ে কমিশনার সি. সুধাকরকে ব্যান্ড স্যালুট জানান। তবে পুলিশ দিবস শুধু অনুষ্ঠানের সীমাবদ্ধ ছিল না, বরং সমাজসেবামূলক উদ্যোগও নেওয়া প্রশাসনের তরফে।
এদিন,রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এবং পুলিশ কমিশনার সি. সুধাকর ও ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং এর উপস্থিতিতে শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় অবস্থিত চেতনা কলোনি এলাকায় প্রায় ১০০জন দুঃস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়।
