
আজ খবর (বাংলা), (খেলা], কাঠমান্ডু, নেপাল, ২০/০৫/২০২৫ : পর্বতারোহন ফের প্রাণ কাড়ল দুই অভিযাত্রীর। নেপালে মাউন্ট লোৎসে আরোহন করতে গিয়ে প্রাণ হারালেন দুই অভিযাত্রী, এঁদের মধ্যে একজন ভারতীয়। অন্যজন রোমানিয়ার বাসিন্দা।
নেপালের অভিযান যাঁরা সংগঠন করেন তাঁদের সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করতে গিয়ে এক ভারতীয়ও অভিযাত্রীর মৃত্যু হয়েছে। ঐ ভারতীয় অভিযাত্রীর নাম রাকেশ বিশনই (৩৯). তিনি গতবার মাউন্ট এভারেস্ট জয় করার উদ্দেশ্যে অভিযান চালিয়েছিলেন। এবার তাঁর গন্তব্য ছিল মাউন্ট লোৎসে (৮৫১৬ মিটার). এই শৃঙ্গ জয় করতে গিয়ে রাকেশ মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাকেশের মৃত্যু হয়েছে ক্যাম্প ফোরের কাছে ইয়েলো ব্যান্ডের কাছেই। তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আর একটি পৃথক ঘটনায় ঐ লোৎসে শৃঙ্গ জয় করতে গিয়েই মৃত্যু হয়েছে এক রোমানিয়ার অভিযাত্রীর, তাঁর নাম বার্না সল্ট ভাগো (৪৮). তিনি ছিলেন একজন দক্ষ পর্বতারোহী ও ভিডিও ফটোগ্রাফার। তাঁকে শেষবার গিয়েছিল সামিট শৃঙ্গের কয়েকশো মিটার নিচে। অর্থাৎ হয় তিনি লোৎসে শৃঙ্গ জয় করে নামছিলেন, অথবা শৃঙ্গ জয় করার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আসল তথ্য হয়ত বা পাওয়া যাবে তাঁরই তোলা ভিডিওগ্রাফি থেকে।
এ বছর নেপালে মোট ৯ অভিযাত্রীর মৃত্যু হয়েছে, তার মধ্যে রয়েছেন দুই ভারতীয়।
মাউন্ট লোৎসে বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ ৮৫১৬ মিটার), এর অবস্থান মাউন্ট এভারেস্টের পাশেই। বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের আর একদিকে রয়েছে মাউন্ট মাকালু। প্রতি বছর এই শৃঙ্গগুলি জয় করতে গোটা পৃথিবী থেকে অভিযাত্রীরা ভীড় করেন নেপালে। অনেকেই শৃঙ্গ জয় করে ফিরে যান নিজের দেশে, আবার কিছু অভিযাত্রীর আর ফেরা হয় না। হয় তাঁরা চিরতরে হারিয়ে যান হিমালয়ের কোলে অথবা তাঁদের মৃতদেহ ফেরে ঘরে।
এ বছর নেপালে অভিযাত্রীদের মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। লোৎসে পর্বত ধরে নেপালে এ বছর ৯ অভিযাত্রীর মৃত্যু হয়েছে। মাউন্ট এভারেস্টে দুই জন (তার মধ্যে একজন সুব্রত ঘোষ, ভারতীয়), লোৎসেতে দুজন (ভারতীয় ও রোমানিয়ান), মাউন্ট কাঞ্চেনজঙ্ঘায় একজন (ফরাসি), মাউন্ট মাকালুতে একজন (আমেরিকান) এবং আমদাবালামে একজন (অস্ট্রীয়) মারা গিয়েছেন।
![]()