কেদারনাথ যাত্রা পথে ধ্বস নেমে ২ জনের মৃত্যু, আহত ৩

কেদারনাথে ভীড় বেড়েছে প্রচুর, কেদারনাথ তীর্থক্ষেত্র, পর্যটনস্থল নয়, এই ব্যাপারটাকেই মেনে নিতে চাইছে না অনেকেই।  কেউ কেউ মানতে চাইছে না পাহাড়ের নিয়ম। ফলে নেমে আসছে বিপর্যয়, বলছেন স্থানীয়রা।

আজ খবর (বাংলা), [দেশ], রুদ্রপ্রয়াগ,  উত্তরাখন্ড, ১৮/০৬/২০২৫ : চারধামের অন্যতম তীর্থক্ষেত্র কেদারনাথ যাওয়ার পথে এবার একাধিকবার দুর্ঘটনা ঘটছে। বিষয়টিকে মঙ্গলজনক দেখছে না উত্তরাখণ্ডের অনেকেই। 

আজ সকাল ১১:২০ নাগাদ কেদারনাথ যাওয়ার পথে জঙ্গলচটি নামে একটি জায়গায় হঠাৎ করেই ধ্বস নেমে আসে পাহাড়ের উচ্চতা থেকে। সেই ধ্বসে চাপা পড়ে  গিয়ে আজ ২ জনের মৃত্যু হয়েছে এবং ৩ জন গুরুতরভাবে আহত হয়েছেন।  ঐ  সময় কেদারনাথ ট্রেক রুটে পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছিলেন পায়ে পায়ে। যখন পাহাড়ের ওপর থেকে হুড়মুড় করে মাটি, বালি , নুড়ি পাথর ও বোল্ডার নেমে আসে। 

দিন কতক আগে জঙ্গলচটির ঠিক ঐ  জায়গাতেই নুড়ি পাথর ও বোল্ডার পড়তে শুরু করেছিল, যার জেরে কেদারনাথ ট্রেক বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুক্ষনের জন্যে। তবে সেদিন আগাম সতর্কতা অবলম্বন করায় কেউ আহত হন নি। আজ দুজনের প্রাণ গেল, তিনজন আহত হলেন।  খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় উত্তরাখণ্ডের পুলিশ। আজও  কিছুক্ষন সময়  বন্ধ রাখা হয়েছিল কেদারনাথ যাত্রা। তারপর রাস্তা পরিষ্কার করে ফের শুরু করা হয় যাত্রা। 

এর মধ্যেই কেদারনাথ থেকে গুপ্ত কাশি যাওয়ার পথে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পরে গিয়েছিল। ঐ  হেলিকপ্টারে থাকা যাত্রীরা সবাই মারা গিয়েছিলেন, পাইলট সহ.। সেদিন সারাটা দিন বন্ধ রাখা হয়েছিল কেদারনাথের হেলিকপ্টার সার্ভিস। এছাড়াও কিছু ছোটখাটো ঘটনার সাক্ষী থাকছে কেদারপাহাড়। যার ফলে কেউ কেউ এই ঘটনাগুলিকে জুড়ে কুসংস্কারের গল্প শোনাচ্ছেন। 

তবে একথা ঠিক যে, অনেক যাত্রী সংস্কার ভুলে যা খুশি তাই করছেন।  কেদারনাথ যে একটা তীর্থক্ষেত্র, পর্যটনস্থল নয়, এটাই অনেকে বুঝতে চান না. এই কয়েক বছরে তুমুল ভীড় বেড়েছে কেদারনাথে। পুজোর দালির সংখ্যা বেড়েছে, সেই দালির দোকানের সংখ্যা বেড়েছে, বেড়েছে যথেচ্ছাচার, আরও কত কিছু। আর এই জন্যেই বার বার বিপর্যয় নেমে আসে কেদারনাথ পাহাড়ে।  পাহাড় আর কি করবে ? এখানকার মানুষ পাহাড়ে চলার নিয়ামটুকুও জানে না, তারা অযোগ্য ! বলছেন স্থানীয় প্রবীনরাই। অবশ্য ধর্মপ্রাণ মানুষের সংখ্যাও নেহাত কম নেই !


Loading

Leave a Comment