রাস্তায় সামান্য স্কুটি ঠোকাঠুকির কারনে দুই মহিলার মারপিট প্রকাশ্য দিবালোকে পানিহাটির রাস্তায়। স্থানীয় মানুষজন এসে তাঁদেরকে থামান। দুই মহিলার একজন কাউন্সিলর, তিনিই এগিয়ে গিয়ে চড় মেরেছিলেন বলে অভিযোগ উঠেছে।

আজ খবর (বাংলা), [রাজ্য], পানিহাটি,উত্তর ২৪ পরগনা,১০/০৬/২০২৫ : উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটিতে কাউন্সিলরকে চুলের মুঠি ধরে মার স্কুটি চালক মহিলার।
পানিহাটি পুরসভার ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তি রায় এর সাথে এক স্কুটি চালকের মারামারি ধ্বস্তাধস্তির ছবি ভাইরাল। আর এই ভাইরাল ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গতকাল পানিহাটি মহোৎসব তলা ঘাট থেকে বাইকে চেপে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তি রায়। তখন তাঁর সাথে একটি স্কুটির ধাক্কা লাগে।
কাউন্সিলর শ্রাবন্তি রায় প্রতিবাদ করলে ওই মহিলা স্কুটি চালক গালাগালি দেয় উঠেছে। তখন কাউন্সিলর ওই মহিলাকে হঠাৎ করে চড় মারতেই কাউন্সিলরকে মহিলা চুলের মুঠি ধরে মারতে থাকেন ।এরপর দুজনের ধস্তাধস্তি ঠেকাতে ছুটে আসেন স্থানীয়রা।
মারামারির ভিডিও ভাইরাল হলেও আজ খবর ওই ভিডিওটির সত্যতা যাচাই করে নি.
![]()