
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ব্রুসেলস, বেলজিয়াম, ১৪/০৪/২০২৫ : বেলজিয়ামে গ্রেপ্তার হলেন ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসি। বেলজিয়াম ভারতকে জানিয়েছে গত ১২ তারিখে বেলজিয়াম পুলিশ মেহুল চোকসিকে আটক করেছে। ভারত এর আগে মেহুল চোকসিকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল।
বেলজিয়ামের ‘ফেডারেল পাবলিক সার্ভিস অফ জাস্টিস’ জানিয়েছে গত ১২ তারিখে মেহুল চোকসিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী বিচারের কাজকর্মের জন্যে তাকে আটক করে রাখা হয়েছে। তবে মেহুল তার আইনজীবীর সাথে কথা বলতে পারবে। ভারতের তরফ থেকে তাকে পি[রাত্যার্পন করার অনুরধ জানানো হয়েছিল অনেক আগেই।
মেহুল চোকসি (৬৫) একজন পলাতক হীরক ব্যবসায়ী। ২০১৮ সালের জানুয়ারি মাসের ২ তারিখে দেশ ছেড়ে পালিয়ে যায় মেহুল চোকসি। তার খোঁজে গোটা দেশ তোলপাড় করা হয়েছিল, বিদেশেও তাকে খোঁজা হয়েছিল। কিন্তু পাওয়া যায় নি. সিবিআই এবং ইডি তাকে দীর্ঘদিন ধরে খুঁজছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যায় মেহুল। সেই অঙ্কের পরিমান ছিল ১৩,৮০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরেই পলাতক ছিল এই ব্যক্তি। এতদিন পর ধরা পড়ল হীরক ব্যবসায়ী মেহুল চোকসি।