প্রতি বছর প্রচুর মানুষ ভূমিকম্পে প্রাণ হারান আফগানিস্তানে

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], কাবুল,আফগানিস্তান, ০১/০৯/২০২৫ : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের বলি অন্তত ৫০০ মানুষ, আহত এক হাজার জনের বেশি।
আজ ভোরে আফগানিস্তানে প্রবলভাবে ভূকম্পন অনুভূত হয়েছে। বার বার ভূকম্পনের ঝাঁকুনি অনুভূত হতে থাকে সমগ্র আফগানিস্তান জুড়ে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.০, কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূকম্পনের মাত্রা ছিল ৪.৭, তৃতীয় ভূকম্পনের মাত্রা ছিল ৪.৩; দ্বিতীয় এবং তৃতীয় ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে। এরপর চতুর্থ ভূমিকম্পটিও অনুভূত হয় প্রবলভাবে। রিখটার স্কেলে চতুর্থ ভূকম্পনের মাত্রা ছিল ৫.০, এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে।
আফগানিস্তানের তালিবান সরকার জানিয়েছে আফগানিস্তানের নূর-গুল, সোকি , ওয়াতপুর, মানগি, কুনার প্রদেশের চাপাধরা এছাড়া নানগারহার এলাকায় ব্যাপকভাবে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূকম্পনের ফলে মাটি ও পাথরের তৈরি বাড়িগুলি ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। বড় বাড়িগুলিও মাটিতে মিশে গিয়েছে। পাহাড়ের ওপর থেকে ধ্বস নেমে এসেছে। রাস্তাঘাট ভেঙে গিয়েছে। ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত মারা গিয়েছেন অন্তত ৫০০ মানুষ। আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে প্রায় প্রতি বছর ভূমিকম্পের জেরে ভয়ানক ধ্বস নামে। বছর দু’য়েক আগেও আফগানিস্তানে প্রবল ভূমিকম্পে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। আফগানিস্তানের বিভিন্ন জায়গায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বস সরানোর কাজ চলছে। চিকিৎসা পরিষেবা দিচ্ছে রেডক্রসও।