আধিকারিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই গেলো

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/১১/২০২৫ : আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল এসআইআর-এর কাৰ্যকলাপ। পশ্চিমবঙ্গ সমেত দেশের মোট ১২টি রাজ্যে আজ থেকেই শুরু হয়েছে এসআইআর-এর কাজকর্ম।
পশ্চিমবঙ্গে যাঁরা ব্লক লেভেল অফিসার হিসেবে কাজ করছেন, গতকালই তার ট্রেনিং শেষ হয়ে গিয়েছে। আজ থেকে বিএলও আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজ করছেন। কিভাবে দুই ফর্ম ভর্তি করতে হবে তার নিয়ম কানুন জানিয়ে আসছেন। এরপর ঐ বিএল আধিকারিকরা কোন কোন দিন বাড়িতে আসবেন সেটা জানিয়ে দেবেন। মোট তিনবার এই বিএলও-দের বাড়িতে বাড়িতে আসতে হতে পারে।
এর আগে এসআইআর-এর কাজ হয়েছিল ২০০২ সালে , সুতরাং যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল, তাঁদের আর নতুন করে কোনো তথ্য প্রমান জমা দিতে হচ্ছে না। তবে যাঁদের নাম ছিল না, তাঁদের জন্যে এগারো দফার মধ্যে যে কোন একটা প্রমাণ জমা দিতে হবে (যা ইতিমধ্যেই প্রচার মাধ্যমে বার বার জানানো হয়েছে)। যাঁদের নাম ছিল, তাঁদেরকে শুধুমাত্র নতুন ও সাম্প্রতিককালের দুটি ফটোগ্রাফ জমা দিতে হবে।
রাজ্যে ব্লক লেভেল আধিকারিকদের ট্রেনিং শেষে গতকালই সমস্ত ফর্ম এবং পরিচয়পত্র প্রদান করা হয়েছে। তাঁরা এগুলিই বাড়িতে বাড়িতে নিয়ে যাবেন। তবে এই আধিকারিকরা নিজেদের নিরাপত্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এই আধিকারিকদের রাজনৈতিক দলগুলির হুমকির মুখে পড়তে হয়েছে ইতিমধ্যেই। তাই এঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই ব্যাপারে নির্বাচন কমিশন রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের ওপরেই ভরসা করছে বলে জানিয়ে দিয়েছে। তবু এসআইআর-এর কাজ করতে কোনো বিএল একা কোনো বাড়িতে যাবে না বলে জানিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই ব্যাপারে সাধারণ মানুষকেই সহযোগিতা করার কথা বলা হয়েছে।
![]()