সন্ত্রাস করতে এক ঝাঁক শিক্ষিত অমানুষ !!

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ১৩/১১/২০২৫ : দিল্লী বিস্ফোরণের তদন্ত করতে নেমে এবার আরও একটি গাড়ির সন্ধান করতে চাইছে তদন্তকারী দল এনআইএ । ব্রিজা ব্র্যান্ডের সেই গাড়ির সাথে জঙ্গী ডাক্তার উমর উন নবীর যোগ আছে বলে মনে করা হচ্ছে।
এর আগে ইকো স্পোর্টস গাড়ির খোঁজ চলছিল, দিল্লীর বিস্ফোরণের সাথে যোগ থাকা ঐ গাড়িটিকে হরিয়ানার ফরিদাবাদ থেকে আটক করা হয়েছিল। দিল্লীর নম্বরওলা সেই গাড়িটি বর্তমানে দিল্লী পুলিশের হেফাজতেই আছে। এবার একটি ব্রিজা ব্র্যান্ডের গাড়ির খোঁজ চালানো হচ্ছে। মনে করা হচ্ছে আল-ফালাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার উমর উন নবীর সাথে সেই গাড়িটির যোগ রয়েছে। দিল্লীর বিস্ফোণের পর থেকেই এই ডাক্তার বেপাত্তা রয়েছেন। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে।
দিল্লীর বিস্ফোরণের সাথে এক ঝাঁক শিক্ষিত মানুষ যুক্ত রয়েছে বলে মনে করছে তদন্তকারী দল। এদের মধ্যে কেউ হয়তো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ হয়ত অধ্যাপক। এরাই জঙ্গী মনস্ক হয়ে লাখো লাখো মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করে চলেছে। ভ্যারেন্ডা ফল থেকে সুক্ষভাবে বানানো যায় রাইসিন নামক এক ধরনের বিষ, যা সামান্য পরিমানে মানুষের শরীরে গেলে মৃত্যু অনিবার্য। কোনো পানীয় কোম্পানির পণ্যে তা মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে লাখ লাখ মানুষকে হত্যা করার অরিকল্পনা করেছিল এই জঙ্গীরা। অযোধ্যার রাম মন্দির সহ অন্যান্য মন্দির এবং বারাণসীর মন্দিরেও হামলা চালানোর ছক কষেছিল এই শিক্ষিত জঙ্গীরা।
দিল্লী বিস্ফোরণে যুক্ত জঙ্গী ডক্টর উমর উন নবীকে দিল্লীতে ঢোকার ছবি দেখা গিয়েছে সিসিটিভিতে। একটি আই টেন গাড়ি নিয়ে এই ব্যক্তি বদরপুর সীমান্ত দিয়ে দিল্লীতে প্রবেশ করছিলো। কোনো এক টোল ট্যাক্সের গেটে সিসিটিভিতে তার ছবি উঠে যায়। এই মুহূর্তে তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে দিল্লী পুলিশ।
![]()