এই নিয়ে পরপর তিনবার ডিলিট পেলেন মমতা

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/১১/২০২৫ : ডিলিট উপাধি পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে তিনি ড: মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য এর আগেও দু’দু’বার ডিলিট পেয়েছেন তিনি।
জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যগতরা কলকাতায় এসে একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় দিয়ে সাদর অভ্যর্থনা জানান, তারপর তাঁকে ডিলিট উপাধি প্রদান করা হয়। কলকাতার আলিপুরে ধন ধান্য প্রেক্ষাগৃহে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মমতাকে ডিলিট প্রদান করা হলো। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের শিল্পী ও বুদ্ধিজীবী মানুষ জন। ঐ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত ও জাপানের মিত্রতা ও বন্ধুত্বের কথা তুলে ধরেন। দুই পক্ষই যৌথ সংস্কৃতি, শিল্প, শিক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার উল্লেখ করেছেন।
তবে এবাৰেই প্রথম নয়, এবারেরটা নিয়ে মমতা তিনবার ডিলিট উপাধি পেলেন। এর আগে ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় মমতাকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্যে ডিলিট উপাধি দিয়েছিল, সেবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি মমতার হাতে ডিলিট উপাধি তুলে দিয়েছিলেন। তবে সেবার ঐ ডিলিট প্রাপ্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল এবং বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। এরপর ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ মমতাকে সমাজ সেবা, শিক্ষা এবং সাহিত্যে বিশেষ অবদানের জন্যে ডিলিট উপাধি দিয়েছিল। এবার তিনি ডিলিট পেলেন বিদেশ থেকে।
![]()