ভারত ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে ইতিবাচক আলোচনা

চীন ও ভারত যদি  অপরের সাথে হাত মিলিয়ে বাণিজ্য করতে শুরু করে তাহলে অনেক ঘটনায় ঘটবে অন্যরকমভাবে –

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৮/০৮/২০২৫ : চীনের সাথে বিদেশ মন্ত্রকের বৈঠকে আগামী দিনে ভারত-চীন দ্বিপাক্ষিক সমঝোতার কথাই উঠে এল।  বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী  এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াঙ ই.।

এই  বৈঠকের শুরুতেই  চীনের বিদেশ মন্ত্রীকে ভারত সফর করার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “ভারত ও চীনের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, তবে তা যেন কোনোভাবেই রেষারেষির পর্যায়ে না পৌঁছায়। দুই শক্তিধর দেশ যখন মুখোমুখি বৈঠকে বসে তখন আন্তর্জাতিক নানা বিষয় নিয়েই আলোচনা করা যেতে পারে।”

ভারত ও চীনের বৈদেশিক বৈঠকে  দুই দেশের মধ্যে থাকা আন্তর্জাতিক সীমান্ত, নদীর ভাগাভাগি, তীর্থযাত্রা, দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ, সীমান্ত বাণিজ্য এই সব নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ভারতের নিরাপত্তা উপদেষ্টা ও বিশেষ প্রতিনিধি অজিত ডোভালের সাথেও সীমান্ত সমস্যা নিয়ে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। 

দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে দুই দেশেরই পারস্পরিক শ্রদ্ধা,পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলি মাথায় রাখা হয়েছে। তবে একটা কথা ঠিক যদি চীন ও ভারতের মত দুটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ একসাথে মিলে  যায় এবং বাণিজ্য করতে শুরু করে তবে তা দুইদেশের অর্থনীতির পক্ষেই বেশ ভালো এবং ইতিবাচক একটা দিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 


Loading

Leave a Comment