খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা, প্রথমদিনেই ৩০ হাজার ভক্তের ভীড় 

আজ খবর (বাংলা), [দেশ] কেদারনাথ, উত্তরাখন্ড, ০৩/০৫/২০২৫ :  গতকালই খুলে গিয়েছে কেদারনাথ মন্দিরের দরজা, আর প্রথমদিনেই মন্দির দর্শন করেছেন অন্তত ৩০ হাজার ভক্ত , এই খবর  জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। 

শীতের মরসুমে পুরো সময়টা বন্ধ থাকার পর গতকালই খুলে দেওয়া হল কেদারনাথ মন্দিরের দরজা।  গতকাল দ্বারোদ্ঘাটনের আগে প্রথা অনুযায়ী মন্দিরকে পুজো করা হয়। সেনাবাহিনীর গারওয়াল  রাইফেলস  তাদের ব্যান্ডে ভক্তিমূলক গানের সুর তুলে গোটা আবহটাকেই পবিত্র করে তোলে। উচ্ছসিত ভক্তেরা ‘হর হর মহাদেব’ বলে আওয়াজ তোলেন। 

এদিন ‘ধাম পোর্টাল’ এর উদ্বোধন করা হল। গতকাল দ্বারোদ্ঘাটনের পর এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। মুখ্য সেবক ভাণ্ডারে উপস্থিত থেকে তিনি ভক্তদের প্রসাদ বিতরণ করেন। আর কয়েকদিনের মধ্যেই উত্তরাখণ্ডে শুরু হয়ে যাবে চারধাম যাত্রা। দেশ বিদেশ থেকে এসে ভক্তেরা যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ দর্শন করবেন। গতকালই  খুলে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের দরজা আর আগামীকাল খুলে  বদ্রীনাথ মন্দিরের দরজা।  আর তারপরেই শুরু হবে চারধাম যাত্রা। 


Loading

Leave a Comment