ইমরান হাসমির গ্রাউন্ড জিরো  বিএসএফকে সম্মানিত করবে 

আজ খবর (বাংলা), [বিনোদন], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৯/০৪/২০২৫ :  বিএসএফ সেনা ছাউনিতে বসেই ইমরান হাসমির গ্রাউন্ড জিরো ছবিটি দেখলেন বিএসএফ সেনা বাহিনীর জওয়ানরা।  স্পেশ্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ইমরান হাসমি নিজেই।

এর আগে ভারতীয় দর্শক সেনাবাহিনী, কমান্ডো  এবং পুলিশ নিয়ে অনেকগুলি ছবি দেখেছে , কিন্তু বিএসএফ নিয়ে এই প্রথম কোনো ছবি তৈরি হল, যা কিনা দর্শকেরা খুবই ভালোভাবে উপভোগ করতে পারবেন বলে মনে করছেন ছবিটির নায়ক ইমরান হাসমি। তিনি মনে করছেন এই ছবির মাধ্যমে বিএসএফকে সন্মান জানানো হল। 

দেশের আন্তর্জাতিক সীমান্তকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয় বর্ডার  সিকিউরিটি ফোর্স, গোটা দেশকেই নিরাপদ রাখে। সীমান্তে জঙ্গী সমস্যা ছাড়াও চোরাচালানের মত নানারকম সমস্যা সামলাতে হয় সারা বছর।  বিএসএফের সেইসব বীরত্বের কাহিনী সাধারণ মানুষ জানতে পারে না। গ্রাউন্ড জিরোর মত ছবি বিএসএফের বীরত্বের কাহিনী জনসমক্ষে তুলে ধরবে। 

গ্রাউন্ড জিরো ছবিতে এক বিএসএফ জওয়ানের বীরত্বের কাহিনীকে তুলে ধরা হয়েছে। বিএসএফের ঐ  অফিসারের নাম নরেন্দ্রনাথ দুবে।  তিনি ও তাঁর বাহিনী জঙ্গীদের মাস্টার মাইন্ড গাজী বাবাকে খতম করেছিলেন।  ছবিতে ২০০০ সালের কাশ্মীরকে তুলে ধরা হয়েছে।  দেশকে সুরক্ষা প্রদান করতে বিএসএফ কতদূর এগোতে পারে, সেটাই দেখানো হয়েছে ছবিতে। 

গ্রাউন্ড জিরো ছবিতে নরেন্দ্রনাথ দুবের  চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাসমি। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সাই তামানকার। স্পেশ্যাল প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ইমরান হাসমি, সাই  তামানকার, প্রযোজক রীতেশ সিধোয়ানি , ডলি  সিধোয়ানি , ফারহান আখতার, নির্দেশক তেজস  প্রভা বিজয় দেওস্কর প্রমুখ। গ্রাউন্ড জিরো ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৫শে  এপ্রিল। 


Loading

Leave a Comment