
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান, ৩০/০৪/২০২৫ : ভারতের আক্রমণের হুমকিতে রীতিমত পর্যুদস্ত পাকিস্তান। ভারতকে ঠেকাতে সাজ সাজ রব পাক সেনাবাহিনীতে।
গতকাল মাধ্যরাত্রেই পাকিস্তান সাংবাদিক বৈঠক ডেকে ভারতের সম্ভাব্য আক্রমণের কথা স্বীকার করে নেয়। পাকিস্তান অভিযোগ করে যে ভারত অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাকিস্তানের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে। পহেলগাঁওতে যা কিছু হয়েছিল তা নিরপেক্ষভাবে ভারতের সাথে যৌথভাবে তদন্ত করে দেখতে চেয়েছিল পাকিস্তানও কিন্তু ভারত ইচ্ছাকৃতভাবেই সেই প্রস্তাবে সারা দেয় নি. এখন বার বার হামলার হুমকি দিতে চকাইছে।
ভারতের সম্ভাব্য হামলা ঠেকাতে পাকিস্তান নৌ বাহিনীকে সতর্ক করেছে। বন্দরগুলিতে হাই এলার্ট জারি করেছে। পাকিস্তানের জন্যে আকাশপথ নিষিদ্ধ করেছে ভারত। নিজেদের দেশের আকাশে অসামরিক বিমান চলাচল অন্তত ৫০% কমিয়ে দিয়েছে তারা। খাইবার পাখতুনখোয়ার একটি রান ওয়েকে সামরিক রান এ হিসেবে ঘোষণা করেছে। গোটা দেশেই রীতিমত সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যেই ভারত আক্রমণ করতে পারে পাকিস্তানকে।
পাকিস্তান দেশবাসীকে বোঝাতে চাইছে, পহেলগাঁওয়ে একটি হত্যাকাণ্ডের জেরে বদলা নিতে চাইছে ভারত। এক্ষেত্রে ভারত কোনো রকম তদন্ত করে দেখে নি, পাকিস্তানকে তদন্ত করতেও দেওয়া হয় নি. এই ব্যাপারে ভারত একাই আক্রান্ত, একাই অভিযোগকারী, একই উকিল আর একাই বিচারক হিসেবে কাজ করছে। ভারত রীতিমত একতরফাভাবে পাকিস্তানের ওপর হামলা চালাতে চাইছে।
ইতিমধ্যেই রাষ্ট্র সংঘ ফোনে কথা বলেছেন দুই দেশের বিদেশমন্ত্রীদের সাথে। শোনা যাচ্ছে বাংলাদেশের বিদেশমন্ত্রীকে রাষ্ট্রসঙ্ঘ যথেষ্ট তিরস্কার করেছে। ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে তারা।