শিশুটিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না

আজ খবর (বাংলা), [রাজ্য] তারকেশ্বর, হুগলী, ০৯/১১/২০২৫ : নিজের দাদুই সর্বনাশ করে দিল তারকেশ্বরের এক শিশুকন্যার। রক্তাক্ত অবস্থায় একটি নালা থেকে উদাহর করা হয় ঐ শিশুটিকে। গ্রেপ্তার করা হয়েছে তার দাদুকে।
তারকেশ্বরের স্টেশনের কাছেই মশারির মধ্যে ঘুমিয়ে ছিল ঐ শিশুকন্যা। তার পরিবারের সদস্যরা ছিল কাছাকাছিই। তবু সেই শিশুকন্যাকে মশারি কেটে নির্জন জায়গায় নিয়ে চলে যায় এক প্রৌঢ় ব্যক্তি। ঐ ব্যক্তি সম্পর্কে ঐ শিশু কন্যার দাদু বলে জানা গিয়েছে। ঐ শিশুটির ওপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। তার গাল কামড়ে দেওয়া হয়েছিল। তাকে যখন তারকেশ্বরের একটি নালা থেকে উদ্ধার করা হচ্ছিল, তখন তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল।
সম্ভবত ঐ শিশু কন্যাকে ধ*র্ষণ করা হয়েছিল। শিশুটির যৌ*নাঙ্গ থেকে রক্তপাত হচ্ছিল। বোঝা যাচ্ছিল যে তার ওপর অত্যাচার করা হয়েছিল। শিশুটিকে প্রথমে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়। তারপর তাকে চন্দন নগর হাসপাতালে ভর্তি করি হয়েছে, সেখানেই তার চিকিৎসা চালানো হয়েছে। ঐ শিশুটির দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। রাজ্য সরকারের বিরধিতা করে বিক্ষোভ দেখায় বিজেপি।
![]()