এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ডেকে পাঠালো সুপ্রীম কোর্ট 

SIR এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু 

আজ খবর (বাংলা) [দশ], নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ : এসআইআর এর বৈধতা নিয়েই আইনের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সরকার।  এই মামলায় এবার সুপ্রীম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিশ পাঠালো। 

তামিলনাড়ু সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এক্তিয়ার এবং এসআইআর এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতের কড়া  নেড়েছিল। এই মামলায় সুপ্রীম কোর্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বক্তব্যও শুনতে চায়, আর এই কারণেই আজ নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত।  সুপ্রীম কোর্টের তরফে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বোর্ড এই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। 

এই মামলার পরবর্তী শুনানি হবে ২৬শে  নভেম্বর।  এই মুহূর্তে এসআইআর করা হচ্ছে মোট ১২টি রাজ্যে। সেই রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ,  ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। নির্বাচন কমিশন জানিয়েছিল আগামী বছর ৭ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 


Loading

Leave a Comment