SIR নিয়ে ফের রাজ্যকে চিঠি নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গে SIR হছেই বুঝিয়ে দিল নির্বাচন কমিশন

আজ খবর (বাংলা), [] নতুন দিল্লী, ভারত, ২৩/০৮/২০২৫ : চলতি আগাষ্ট মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে SIR এর প্রক্রিয়া চালু করতে চায় নির্বাচন কমিশন। এর জন্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে তারা।

৫ই আগষ্টের পর SIR নিয়ে ফের একবার রাজ্যকে চিঠি দিল নির্বাচন কমিশন। এই চিঠির জবাবা তলব করা হয়েছে আগামী ৩১ তারিখে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে রাজ্যের AEO বা BLO পদে যে শূন্যপদ আছে তাও পূরণ করার ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের এই ধরনের বার্তা বুঝিয়ে দিলো যে রাজ্যে SIR হছেই, এবং দ্রুত তা কার্যকর করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন।


Loading

Leave a Comment