উত্তর বঙ্গের চা বাগান এলাকা থেকে প্রায়ই পাচার হয়ে যান আদিবাসী মহিলারা, তাঁদের আর কোনো খোঁজ মেলে না।

আজ খবর (বাংলা), [রাজ্যে] শিলিগুড়ি, দার্জিলিং, 27/07/2025 : ফের নারী পাচার চক্রের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। উদ্ধার ৩৪ জন মহিলা। একটি বাস থেকে উদ্ধার করা হয়েছে এই মহিলাদের।
যেটা জানা যাচ্ছে, শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ পাচার হতে যাওয়া ৩৪ জন মহিলাকে উদ্ধার করেছে। এই মহিলাদেরকে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এদেরকে তামিলনাড়ুতে পাচার করার চক্রান্ত হয়েছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাস শুদ্ধ সকলকেই আটক করে প্রধান নগর থানায় নিয়ে আসে।
এই ঘটনায় দুই মহিলা সহ মত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে পাচার হতে যাওয়া ঐ মহিলার প্রত্যেকেই আলিপুর দুয়ারের চা বাগান এলাকার বাসিন্দা। এদেরকে মোটা বেতনের চাকরির লোভ দেখানো হয়েছিল। এদেরকে তামিলনাড়ুতে পাচার করে দেওয়ার ছক ছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই নিউ জলপাইগুড়ি স্টেশনে রেল পুলিশ মোট ৫৬ জন মহিলাকে পাচার হতে যাওয়ার থেকে বাঁচিয়েছিল। উত্তরবঙ্গের চা বাগান অঞ্চলগুলোতে নারী পাচারের বেশ কয়েকটি প্রয়াস শেষ পর্যন্ত আটকে দেওয়া গেল।
![]()