মারধর করে আর যাই কিছু হোক পড়ানো হয় না

আজ খবর (বাংলা), রামপুরহাট, বীরভূম, (রাজ্যে), ১৭/০৭/২০২৫ : শিক্ষকের মারে অসুস্থ প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্রী।
ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন ব্রিলিয়ান্ট একাডেমিতে। অভিযুক্ত শিক্ষকের নাম খুরশিদ আলাম ওই শিক্ষককে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ।
জানা যায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানকে অভিযোগ জানিয়েছিলেন তারা ওই শিক্ষকের ক্লাস করতে চান না আলাদা শিক্ষক দেওয়া হোক।
আজ বৃহস্পতিবার সকল আনুমানিক এগারোটা নাগাদ ক্লাস চলাকালীন ছাত্রীদের চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়ে ১৫ থেকে ২০ জন ছাত্রী, অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
![]()