বিশ্বজয় করে ঘরের মেয়ে ফিরল ঘরে

আজ খবর (বাংলা), [খেলা], শিলিগুড়ি, দার্জিলিং, ০৮/১১/২০২৫ : বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় উষ্ণ অভিনন্দন জানানো হল শিলিগুড়ির ঘরের মেয়ে তথা ভারতীয় মহিলা বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিচা ঘোষকে।
মহিলাদের বিশ্বকাপ জয় করে ঘরের মেয়ে রিচা গতকালই তাঁর ঘরে অর্থাৎ শিলিগুড়িতে ফিরেছেন। তাঁর ঘরে ফেরার অপেক্ষায় ছিল শিলিগুড়ির আমি জনতা। তাঁর বিমান বাগডোগরার মাটি ছুঁতেই বিপুল হর্ষে মেতে ওঠেন তাঁরা। বিমান বন্দরের বাইরে আসতেই ‘রিচা রিচা’ স্লোগান উঠলো। ফুলের বৃষ্টি এবং উষ্ণ অভিনন্দন দিয়ে একটা সুন্দর শোভাযাত্রা করে বিমানবন্দর থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে।
এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব রিচাকে অভিনন্দন জানিয়েছেন। আজ শিলিগুড়ি সরকারিভাবে রিচাকে সংবর্ধনা দেবে। তাঁকে শুভেচ্ছা জানাবেন অন্যান্য বুদ্ধিজীবী ব্যক্তিত্বরাও।
রিচা নিজেও যেন বিভোর হয়ে রয়েছেন বিশ্বকাপ জয় করে। তবে শিলিগুড়িতে এতো মানুষ তাঁকে স্বাগত জানাবেন, শুভেচ্ছা জানাবেন, তা জানা ছিল না রিচার। শুভেচ্ছার বন্যা দেখে তিনি নিজেও কিছুটা চমকে গিয়েছেন বলে জানালেন। তবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য থাকতে পেরে তিনি যে আপ্লুত সেকথাও গোপন করেন নি তিনি।
দীর্ঘ দিন ধরেই ক্রিকেট খেলছেন রিচা ঘোষ. তাঁর নামটা একজন খেলোয়াড় হিসেবে পরিচিত শিলিগুড়ি শহরে অনেক আগে থেকেই। সেই শিলিগুড়ি শহরকে বিশ্বকাপ জয়ের গর্বে গর্বিত করেছেন রিচা ঘোষ। দেখে নেওয়া যাক, মহিলা বিশ্বকাপে রিচা ঘোষের অবদান কতখানি ? রিচা বিশ্বকাপের ম্যাচগুলোতে মোট ২৩৫ রান তুলেছেন। তাঁর গড় রান ৩৯.১৬; তাঁর ঝুলিতে রয়েছে একটি হাফ সেঞ্চুরি এবং সর্বোচ্য ৯৪ রানের একটি অসাধারণ ইনিংস (দক্কিন আফ্রিকার বিরুদ্ধে) । তাঁর স্ট্রাইক রেট হলো ১৩৩. এই সাফল্যই গর্বিত করেছে শিলিগুড়ি তথা সমগ্র ভারতবর্ষকে।
![]()