প্রত্যাশা মত আরব আমিরশাহীকে সহজেই হারালো ভারত 

বিরাট কোহলি নেই বলে গতকালের ম্যাচে টিকিট বিক্রি হয়েছে বেশ মন্থর গতিতে 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১১/০৯/২০২৫ : এশিয়া কাপের দ্বিতীয় খেলায় আরব আমির শাহিকে রীতিমত হেলায়  হারালো ভারত। গতকাল খেলা শুরু হতে না হতেই যেন শেষ হয়ে গেল. অবশ্য এটাই হওয়ার ছিল বলে মন্ত্যব্য করেছেন অনেকেই। 

দুবাই স্টেডিয়ামে গতকাল টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল আরব আমিরশাহির ক্রিকেট দল।  প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরশাহির দল। কিন্তু ভারতীয়  আক্রমণের সামনে রীতিমত তাসের ঘরের মত অবস্থা দাঁড়ায় তাঁদের। একের পর এক উইকেট পড়তে থাকে। বল হাতে বুমরা-কুলদীপদের সামনে মুখ থুবড়ে পরে আরব আমিরশাহির ব্যাটিং লাইন আপ। ওই ম্যাচে কুলদীপ চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। 

আরব আমিরশাহির ব্যাটারদের মধ্যে আলিশান সরাফু ১৭ বলে ২২ রান তুলেছিলেন, মহম্মদ ওয়াসিম ২২ বলে ১৯ রান তুলেছিলেন। আরবের ব্যাটিং বলতে এটুকুই।  মাত্র ১৩.১ ওভারে ৫৭ রান তুলে অল  আউট হয়ে যায় মরুভূমির এই দেশ।  ব্যাট করতে নেমে ভারত ৪.১ ওভারেই ৬০ রান তুলে নেয়। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান, শুভমন গিল ৯ বলে ২০ রান এবং সূর্যকুমার যাদব ২ বলে ৭ রান তোলেন।  এদিন ৯৩ বল  বাকি থাকতেই জয় পেয়ে যায় ভারত। মোট ৯ উইকেটে বড়  জয় দিয়ে এশিয়া কাপের খেলা শুরু করে ভারত। 

আজ হংকং এর বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ।  আগামীকাল পাকিস্তান ওমানের বিরুদ্ধে শুরু করবে এশিয়া কাপের খেলা।  ভারত পাকিস্তানের  মুখোমুখি হতে চলেছে আগামী ১৪ তারিখে। 


Loading

Leave a Comment