পেশকের কাছে তিস্তা-ত্রিবেণী সেতুর উদ্বোধন করলেন মমতা 

খুব সহজেই জুড়ে গেলো পেশক, কালিম্পঙ আর সিকিমের রাস্তা 

আজ খবর (বাংলা) [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১০/০৯/২০২৫ :  খুলে গেলো তিস্তা নদীর ওপর নতুন সেতু যার পোশাকি নাম দেওয়াহয়েছে ‘তিস্তা-ত্রিবেণী’ সেতু। 

এই মুহূর্তে জলপাইগুড়িতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি উত্তরবঙ্গে এসেছেন। বাগডোগরায় অবতরণ করে তিনি সোজা চলে যান শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে।  সেখানে ভগবান পঞ্চানন বর্মার মূর্তিতে তিনি মাল্যদান করেন। গতকাল ছিল পঞ্চানন বর্মার মৃত্যুবার্ষিকী।মঙ্গলবার  উত্তরকন্যার  গেস্ট হাউসে রাত্রিবাস করেছেন মুখ্যমন্ত্রী। 

আজ সকালে মুখ্যমন্ত্রী সোজা চলে যান জলপাইগুড়িতে।  সেখানে বেশ কিছু জমি আদিবাসী মানুষকে পাট্টা দেওয়ার অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের পর তিনি এই তিস্তা ত্রিবেণী সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন। তিস্তাবাজার এলাকায়  পেশকের  নিচের দিকটায় যেখানে তিস্তার সাথে রঙ্গীত  নদী মিলিত হয়েছে, অপূর্ব নৈসর্গিক শোভার  মাঝে ঠিক সেখানেই এই তিস্তা ত্রিবেণী সেতু নির্মিত হয়েছে। 

এই সেতু জুড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের পাহাড়ি তরাইকে।  নতুন এই সেতু থাকার ফলে পেশকের  দিক থেকে কালিম্পঙ এবং সিকিম জুড়ে যাচ্ছে। আজ জলপাইগুড়ি থেকে নবনির্মিত এই সেতুটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিএ চেয়ারম্যান অনিক থাপা।   


Loading

Leave a Comment