ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।

বীরভূমের সাঁইথিয়া ব্লকের অন্তর্গত লাভপুর বিধানসভার এলাকা শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন এই পীযূষ ঘোষ কে খুন করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।
গতরাত্রে কেউবা কারা তাকে ফোন করে বাড়ি থেকে ডাকে এবং রাত্রি দুটোর সময় গ্রামেরই একটি রাস্তার মোড়ে তার মতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার বাবার অভিযোগ ছেলেকে গুলি করে খুন করা হয়েছে।
অন্যদিকে বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখনই বলতে চাইছে না।
![]()