পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল ভারত

আজ খবর (বাংলা), [দেশ] ব্যাঙ্গালুরু, কর্ণাটক, ০৯/০৮/২০২৫ : অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে ভারত অন্ততপক্ষে পাঁচটি যুদ্ধ বিমান ও একটি বড় বিমানকে গুলি করে নামিয়েছিল বলে দাবী করলেন চিফ অফ এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল এ পি সিং.।
হ্যাল ম্যানেজমেন্ট একাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এয়ার চিফ মার্শাল শ্রী সিং বলেন, “অপারেশন সিঁদুরের সময় আমরা পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছিলাম। সেই সঙ্গে একটি বড় বিমানকেও ধ্বংস করা হয়েছিল।”
শ্রী সিং বলেন, “অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা পাকিস্তানের পাঁচ যুদ্ধবিমানকে ধ্বংস করেছিলাম। সেই সাথে আরও একটি বড় বিমানকে ধ্বংস করা হয়েছিল। খুব সম্ভবত সেটি ELINT অথবা AEW&C শ্রেণীর বিমান ছিল। আমাদের থেকে সেটি ৩০০ কিলোমিটার দূরে ছিল। আর এটাই ছিল আমাদের ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা সবথেকে বড় বিমান .ধ্বংসের ঘটনা।”
শ্রী সিং আরও বলেন, “এ ছাড়াও আমরা ঐ সময়ে মুরিদ ও চাকলালার মত পাকিস্তানের দুটি কম্যান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংস করে দিয়েছিলাম। বড় ছোট মিলিয়ে আমরা ওদের ছয়টি রাডার ধ্বংস করেছিলাম। আমরা পাকিস্তানের লাহোর ও ওকারা সেলফ ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছিলাম। আমরা একইসাথে পাকিস্তানের সুক্কুর , ভোলারি ও জাকোবাবাদ হ্যাঙ্গারে আক্রমণ চালিয়েছিলাম, যে হ্যাঙ্গারগুলিতে AEW&C এবং F ১৬ এর মত যুদ্ধবিমান রাখা ছিল।”
এই সময় পাকিস্তান সীমান্তের ওপার থেকেই গোলা দাগতে শুরু করেছিল, বারবার ড্রোনের মাধ্যমে আক্রমণ শানাতে চাইছিল। তার জবাব দিতে ভারত মিসাইল দেগে নুর খান সহ পাকিস্তানের ১১টি এয়ার বেস সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গী টার্নিং সেন্টার ও ডেরাগুলিকেও গুঁড়িয়ে দেওয়া হয়।
এই লড়াইয়ে ভারতের মোট ১৬ জন প্রাণ হারিয়েছিলেন এবং ৫৯ জন আহত হয়েছিলেন বলে জানা গিয়েছে ভারতের বিদেশ দপ্তর সূত্রে।
![]()