অপারেশন সিঁদুর নিয়ে বাদল অধিবেশনে সবরকম আলোচনায় রাজি বিজেপি 

অপারেশন সিঁদুর নিয়ে সাফল্যের ডঙ্কা বাজিয়েছে বিজেপি, এবার সেই অস্ত্রেই তাদের চেপে ধরতে চাইছে বিরোধীরা 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ২১/০৭/২০২৫ : আজ  থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হলেও স্লোগান পাল্টা স্লোগানে সভা মুলতুবি ছিল বেলা ১২টা  পর্যন্ত। তারপর ফের শুরু হয়েছে অধিবেশন।

আজ বাদল অধিবেশনের শুরুতেই বিরোধী পক্ষ অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনার দাবী জানাতে থাকে। অপারেশন সিঁদুর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সব দাবী করেছেন, তার ব্যাখ্যা চাইতে শুরু করে বিরোধী পক্ষ, এই ব্যাপারে কংগ্রেস সুর চড়াতে  শুরু করে। অধিবেশন কক্ষে স্লোগান ও পাল্টা স্লোগানের ঝড় বইতে শুরু করে। এরপরেই  বেলা ১২টা  পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবী করেছেন “ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল তাঁর জন্যেই। এই যুদ্ধে চার-পাঁচটি যুদ্ধ বিমান নষ্ট হয়েছে (কোন দেশের সেটা অবশ্য তিনি বলেন নি), যুদ্ধ থামাতে দুই দেশকেই বাণিজ্য বাঁধের হুমকি দিতে হয়েছিল।” ট্রাম্পের এই ধরনের বক্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। 

এরপর বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, অপারেশন সিঁদুর নিয়ে সব রকম আলোচনায় রাজি আছে বিজেপি। বিজেপি সংসদ জে পি নাড্ডা জানিয়ে দেন, “সেনাবাহিনী ও দেশের প্রতিরক্ষার বিষয়ে যে সব তথ্য সামনে আনা যাবে না, সেইসব তথ্য বাদ দিয়ে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনায় বিজেপি সাংসদদের কোনো আপত্তি নেই।  নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অপারেশন সিঁদুর নিয়ে সবরকম আলোচনার জন্যে প্রস্তুত রয়েছে গেরুয়া শিবির। 

এদিন নরেন্দ্র মোদী বলেন, “যেভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত উন্নতি করেছে, আমাদের  সেই সাফল্য উদযাপন করা উচিত এই বাদল অধিবেশনে। আসুন আমি আহবান করছি দেশের সব রাজনৈতিক দল একসাথে মিলে পাকিস্তানকে বিশ্বের সামনে উন্মুক্ত করে দিই, তাদের সবরকম কারসাজিকে ভেস্তে দিই. এবং তাদের প্রকৃত রূপটাকে প্রকাশ করে দিই।”


Loading

Leave a Comment