নিউ টাউনে স্কুটি চালক মহিলার মৃত্যু 

কলকাতার পথে দুর্ঘটনায় মৃত স্কুটি চালকের সংখ্যা বেড়েছে 

আজ খবর (বাংলা), [রাজ্য],  টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৯/২০২৫ :  সরকারি বাসের ধাক্কায় মৃত্যু স্কুটি চালক তথ্য প্রযুক্তি মহিলা কর্মীর। নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে ঘটনা।

নিউটাউনের ব্যস্ততম জায়গা বিশ্ববাংলা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালক মহিলার। বিশ্ব বাংলা গেটের সিগন্যালে এয়ারপোর্টগামী রুটের মোড়ে টার্ন  নিতে গিয়ে একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা মেরে  স্কুটি আরোহী মহিলাকে পিষে দেয়। খবর পেয়ে নিউ টাউন থানার পুলিশ ও ট্রাফিক কর্মীরার রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান.  চিকিৎসকরা ওই  মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, মৃতের নাম বনশ্রী পাল। মহিলা নিউটাউন একটি বেসরকারি সংস্থার কর্মরত। রোজকার মতো এদিন সেই কাজে যোগ দিতে যাচ্ছিলেন। অফিস জোয়ার পথেই  এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।  


Loading

Leave a Comment