নানুর দিবসে অনুপস্থিত অনুব্রত, কাল ভাষা আন্দোলন তৃণমূলের

২১- এর শহীদ দিবসের মঞ্চেও সেভাবে উপস্থিতি ছিল না অনুব্রত মন্ডলের।

আজ খবর (বাংলা) [রাজনীতি] বোলপুর, বীরভূম, ২৭/০৭/২০২৫ : শহীদ দিবসের মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতেই আজ বোলপুরে পৌঁছে গেলেন তিনি।
আজ ছিল বানুর দিবস, আগামীকাল থেকে আগামী বছর ভোট পর্যন্ত ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। আগামীকাল সকালে বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন নেত্রী। তারপরেই বোলপুর শহরের রাজপথে নেমে ভাষা আন্দোলন শুরু করবেন মমতা।
আজ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন বোলপুর শহরে। তবে তাঁর আশেপাশে আজ দেখতে পাওয়া যায় নি অনুব্রত মণ্ডলকে। শোনা গিয়েছে তিনি বাড়িতেই ছিলেন। বীরভূমের রাজনীতি সম্ভবত এখন কাজল শেখের অনুগামীরাই নিয়ন্ত্রণ করছেন।
আগামীকাল তৃণমূলের ভাষা আন্দোলনের মেগা মিছিলে অনুব্রত থাকবেন কি না তা অবশ্য জানা যায় নি। আজ নানুর দিবসে ফিরহাদ হাকিম, মলয় ঘটকরা ভাষণ দিয়েছেন। আগামীকাল মমতার বক্তব্য শুনবেন বোলপুরের মানুষ।

Loading

Leave a Comment