নীতিশ কুমার নেই কেন ? জল্পনা তুঙ্গে

আজ খবর (বাংলা), [রাজনীতি] পাটনা, বিহার, ০২/১১/২০২৫ : পাটনায় মোদীর রোড শো’তে রহস্যজনকভাবে অনুপস্থিত থেকে গেলেন নীতিশ কুমার, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়ে গিয়েছে।
আরা ও নওয়াদায় নির্বাচনী সমাবেশের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের রাজধানী পাটনায় একটি রোড শো’তে অংশ নিয়েছিলেন, কিন্তু সেই রোড শো’তে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজেই। পরিস্থিতি বিবেচনা করে কাটছাঁট করেই রোড শো শেষ করে দেওয়া হয়। যদিও মোদীর পাশে এদিন ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সোয়াল এবং কেন্দ্রীয় মন্ত্রী ও জেডি (ইউ) নেতা রাজীব রঞ্জন সিং (লালন)। এছাড়াও ছিলেন বিহার বিজেপির প্রথম সারির নেতারা।
প্রধানমন্ত্রী মোদীর রোড শো’তে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অনুপস্থিতি নিয়ে সমালোচনা করতে ছাড়েন নি আরজেডি নেতা তেজস্বী যাদব। লালুপুত্র তেজস্বী এবার বিরোধী মহাজোটের তরফ থেকে বিহারের মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার। তেজস্বী বলেন, “বিজেপি এবারের ইস্তেহারে কি কি বলেছিল, তা সম্ভবত নীতিশ কুমারই জানেন না। বিজেপি ক্রমেই নীতিশ কুমারকে পাশে সরিয়ে রাখছে।” নীতিশ কুমারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তেজস্বী যাদব।
আজ ঠিক কি কারণে নরেন্দ্র মোদীর রোড শো’তে নীতিশ কুমারের অনুপস্থিতি, তা অবশ্য জানা যায় নি। বিষয়টি এখনো খোলসা করে জানায় নি এনডিএ। এদিন নরেন্দ্র মোদী হরিমন্দিরজি মন্দির পাটনা সাহেব দর্শন করতে যান, সেখানে গিয়ে প্রার্থনা করেন এবং উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানান। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি উপস্থিত ছিলেন তাঁর সাথে।
![]()