আগামীকাল সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন মোদী

আজ খবর (বাংলা) [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৪/০৯/২০২৫ : তিন রাজ্য সফর করে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এলেন। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে তাঁকে বিমানবন্দর থেকে নিয়ে চলে যাওয়া হয় রাজভবনে। আজ সেখানেই তিনি রাত্রিবাস করবেন.
আগামীকাল সেনাবাহিনীর (সিসিসি) একটি সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হয়ত সেখানে পর্ব ভারতের নিরাপত্তা এবং চিকেনস নেক নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকেও তিনি যোগ দিতে পারেন। দীর্ঘদিন পর তিনি আগামীকাল ফোর্ট উইলিয়ামে গিয়ে এই ধরনের সম্মেলনে যোগ দেবেন। সেনাবাহিনীকে সংবর্ধনা দেবেন। এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকেও তিনি যোগ দেবেন বলে মনে করছে ভিগজ্ঞ মহল.
আগামীকাল এই উপলক্ষ্যে ইতি মধ্যেই কলকাতায় এসে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা., হাজির হয়েছেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আগামীকাল কলকাতায় এসে পৌঁছাবেন দেশের চিফ ডিফেন্স স্টাফ। থাকবেন সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরাও।
পশ্চিমবঙ্গের চিকেনস নাকের দুই দিকে থাকা দুই হয়েছিল। একদিকে নেপাল অন্যদিকে বাংলাদেশ। চিকেনস নাকের দুই ধরে এই দুই দেশের আন্তর্জাতিক সীমানা খুব কাছেই। চিকেনস নেক নিয়ে দুশ্চিন্তায় কেন্দ্র সরকার। দ্রুত এই অঞ্চলটিকে সুরক্ষার চাদরে মুড়ে ফেলা উচিত বলে মনে করে কেন্দ্র সরকার। ফোর্ট উইলিয়ামে কি সেই ধরনেরই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে ? বিশেষগ্ঞ মহলের ধারণা সেই রকমই কিছু একটা আলোচিত হতে পারে আগামীকাল। কলকাতার অনুষ্ঠান শেষে আগামীকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে যাবেন, এবং সেখান থেকে ফিরবেন দিল্লীতে।