কিশোর কুমার ছিলেন আমার অনুপ্রেরণা

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ৩২৫/০৯/২০২৫ : বলিউডের বিখ্যাত সংগীতশিল্পীরা এক জায়গায় হয়ে কিশোর কুমারকে স্মরণ ও মনন করে গেলেন। লিজেন্ড কিশোর কুমারকে স্মরণ করা মানেই স্পেশ্যাল কিছু ব্যাপার নিশ্চয়ই ! আসুন জেনে নেওয়া যাক।
সোনি লিভ টিভি বিনোদনমূলক নতুন একটি অনুষ্ঠান নিয়ে আসছে, যার নাম ‘এক ঔর বার, কিশোর কুমার’। এই দুর্দান্ত টিভি শো উপলক্ষেই হাজির হয়েছিলেন সঙ্গীত শিল্পী আলিশা চিনাই, শান, সালমালি খোলগারে, সমীর ট্যান্ডন ও মামে খান. এঁরা প্রত্যেকেই কিশোর কুমার সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করছিলেন।
সঙ্গীত শিল্পী শান বলেন, “আজ আমি যা কিছু পেরেছি, তা সবটাই কিশোর কুমারকে দেখে। তাঁর ভঙ্গিমা, স্টেজ প্রেজেন্স, তাঁর অবয়ব সবকিছুই আমাকে অনুপ্রাণিত করেছে। সেদিক থেকে বলা যায় আমি কিশোর কুমারের একজন ছাত্র। তাঁর থেকে আমি অনেক কিছু শিখেছি, আমার জীবনে সে সব প্রয়োগও করেছি।”
আলিশা চিনাই অনিল কাপুর-শ্রীদেবীর ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে কিশোর কুমারের সঙ্গে একসাথে গান গাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি কিশোর কুমারের সাথে গেয়েছিলেন ‘কাটে নেহি কাটতে হ্যায় ‘ গানটি। আলিশা বলেন, “সেদিন যখন এই গানটির টেক করা হচ্ছিল, আমি কতটা ভাগ্যবান, তাঁকে সামনে থেকে রেকর্ডিং করতে দেখতে পেয়ে, তাঁর থেকে কিছু শিখতে পেয়ে, কি সাবলীলভাবে উনি গান রেকর্ড করতেন। সবটাই আমার কাছে মহাকাব্যের মত, একটা দারুন স্বপ্নের মত। তিনি অবশ্যই আমার অনুপ্রেরণা।”
উপস্থিত অন্যান্য শিল্পীরাও কিশোর কুমারকে শ্রদ্ধাবনত হয়ে স্মরণ করেন. এবং সোনি টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করেন লিজেন্ড কিশোর কুমারকে এতো সুন্দর একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সুযোগ ও আয়োজন করে দেওয়ার জন্যে।
‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()