বাংলা ভাষা নিয়েও মৃদু প্রতিবাদ করতে ভোলেন নি মমতা

আজ খবর (বাংলা), [রাজ্য], কামারপুকুর, হুগলি,০৫/০৮/২০২৫ : কামারপুকুর রামকৃষ্ণ মঠে গিয়ে কামারপুকুর-জয়রামবাটি উন্নয়ন পরিষদ গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়।
মঙ্গলবার কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে পৌঁছে কামারপুকুর-জয়রামবাটি উন্নয়ন পরিষদ গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিষদের মাথায় রাখলেন একজন মহারাজকে। এবং সেই উন্নয়ন তহবিলে দিলেন ১০ কোটি টাকা। এই অর্থ খরচ করা হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর ও মা সরদার জন্মস্থান জয়রামবাটির উন্নয়নের জন্যে।
কামারপুকুর এসে মমতা বলেন, ” ধর্ম শিক্ষার জন্যে কোথাও যেতে হয় না। কথামৃত পাঠ করলেই হয়। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। অন্যদের ধর্মকে শ্রদ্ধা করার মধ্যে দিয়েই ধর্মপালনের শিক্ষা দিয়ে গিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তাই আমরা ভেদাভেদ করি না. স্বামী বিবেকানন্দও আমাদের সেই শিক্ষা দিয়ে গিয়েছেন।
তিনি বলেন, “যে ভাষা আমাদের জাতীয় গীত দিয়েছে, জাতীয় সঙ্গীত দিয়েছে, সেই ভাষাকে অপমান করলে তা মেনে নেওয়া যায় না। বাংলা ছাড়া ভাষা হয় ? আমাদের এই বাংলা ভাষা গোটা দেশের গর্ব, গোটা পৃথিবীর গর্ব।”
![]()