আজ ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৫/০৯/২০২৫ : বিবেকানন্দ যোগা সোসাইটির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হল।
অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যোগা সোসাইটির উপস্থিত সদস্যরা।
শুক্রবার সকালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘি পার্কে শতাধিক সদস্য মিলিত হয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন বিবেকানন্দ যোগা সোসাইটির সদস্যরা। বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘি প্রাঙ্গণে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানকে বর্ণাঢ্য রূপ দেওয়া হয়। বিবেকানন্দ যোগা সোসাইটির সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান জানান উপস্থিত সদস্যরা।
এই উপলক্ষে সংস্থার পক্ষ থেকে যোগা প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের জীবনে শিক্ষকের ভুমিকা ও অবদানের কথা তুলে ধরেন উপস্থিত সদস্যরা।