জলপাইগুড়ি ও পাহাড়ে বৃষ্টি হতে পারে, তিস্তায় লাল সতর্কতা 

দফায় দফায় বৃষ্টি হচ্ছে পাহাড়ের বেশ কিছু জায়গায় 

তিস্তায় লাল সতর্কতা

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১৩/০৯/২০২৫ : পাহাড় এবং সমতলে বৃষ্টি।তিস্তায় লাল সতর্কতা অব্যাহত। দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে।

তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা অব্যাহত। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। NH 31 জলঢাকা নদীর উপর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে।

শনিবার সকাল ৮ টায় এবং ৯ টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ যথাক্রমে ১,৪৫৮ এবং ১,৪২৯ কিউসেক বলে ফ্লাড কন্ট্রোলরুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে । 

তিস্তা সেতু সংলগ্ন বেশ কয়েক জায়গায় বাঁধ ভঙ্গুর অবস্থায় রয়েছে। দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যেভাবে নদীর জল বাড়ছে, তাতে  চিন্তায় নদী সংলগ্ন এলাকার মানুষজন।

উত্তরে পাহাড়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার সকাল থেকে জলপাইগুড়িতে জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন থেকেই বিক্ষিপ্তভাবে পাহাড় এবং সমতলে বৃষ্টি।  জল বাড়ছে তিস্তা নদীর, পাশাপাশি এন এইচ ৩১ জলঢাকা নদীতেও জল বাড়ছে। 

আর মাত্র কয়েকদিন বাদেই দুর্গাপূজা। এই বৃষ্টিতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পূজা উদ্যোক্তা থেকে ডেকোরেটর ও মৃৎশিল্পী দের।

আজ  সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গতকাল সর্বোচ্য তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৯৭%, বৃষ্টি হয়েছে ০১১.৮ মিলিমিটার। 


Loading

Leave a Comment