বেশ কয়েকটি রাজ্যে আনমোল ছিল মোস্ট ওয়ান্টেড

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৯/১১/২০২৫ : এনসিপি নেতা বাবা সিদ্দিকী হত্যার সাথে যুক্ত থানার অপরাধে গ্রেপ্তার হওয়া গ্যাংস্টার আনমোল বিষ্ণইকে ১১ দিনের এনআইএ হেফাজতে পাঠালো দিল্লীর এক আদালত। আজ একেবারে কড়া প্রহরায় আদালতে তোলা হলে আদালতের কাছে আনমোলকে হেফাজতে চেয়েছিল এনআইএ।
বেশ কিছু অপরাধের সাথে যুক্ত ছিল এই আনমোল বিষ্ণই। তবে মূল অপরাধী হলো লরেন্স বিষ্ণই। সে সম্পর্কে আনমোলের দাদা। এই সন্ত্রাসবাদী গুন্ডা গ্যাং এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে হত্যা করেছিল। অভিনেতা সলমন খানের বাসভবনে গুলি চালিয়েছিল, পাঞ্জাবী গায়ক সিধু মুসাওয়ালাকে হত্যা ছাড়াও আরও অনেক দোষে অপরাধী। পুলিশ দীর্ঘদিন ধরেই আনমোল বিষ্ণইকে খুঁজছিল।
পঞ্জাবের ফাজিলকার বাসিন্দা আনমোল বিষ্ণই ক্রাইম সিন্ডিকেটের মূল অপরাধী। এই ব্যক্তির বিরুদ্ধে অনেক অপরাধের অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি রাজ্যে একে মোস্ট ওয়ান্টেড হিসেবে ঘোষণা করা হয়েছে। এর দাদা লরেন্স বিশ্যই এই মুহূর্তে জেলেই আছে।
আনমোল দেশ থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিল। সম্প্রতি আমেরিকা এই গ্যাংস্টার আনমোলকে তাদের দেশ থেকে বিতাড়ন করে। এরপর তাকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হয় বলে জানা গিয়েছে। এনআইএ তাকে জিজ্ঞাসাবাদ করা জন্যে আদালতের কাছে ১৫ দিনের হেফাজত চেয়েছিল, কিন্তু বিচারপতি ১১ দিনের হেফাজত দেন। আজ তাকে দিল্লীর আদালতে তোলার সময় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিশাল RAF বাহিনী নামানো হয়েছিল। সাংবাদিকদের ভিতরে যেতেও দেওয়া হচ্ছিল না।
![]()