এক মাসে বেশ কিছু তৃণমূল নেতা খুন হয়ে গেলেও এখনো আঁধারে পুলিশ !

আজ খবর (বাংলা), [রাজনীতি], কোচবিহার, ০৯/০৮/২০২৫ : ফের কোচবিহারে খুন তৃণমূল নেতা। তাঁকে জনসমক্ষে গুলি করে খুন করা হয়েছে।
তৃণমূল নেতা খুনের ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলায়। আজ সেখানে ডোডেয়ার হাট এলাকায় অন্য একজনের সাথে বাজার করতে বেরিয়েছিলেন তৃণমূল নেতা অমর রায়। ভরা বাজারের কাছেই কিছু দুষ্কৃতী ঘিরে ধরে অমর রায়কে। তারা বাইকে চেপে এসেছিল, হঠাৎ করেই তারা ঐ তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই গুলিতে লুটিয়ে পড়েন ঐ তৃণমূল নেতা।তাঁর সঙ্গীর মাথা ছুঁয়ে বেরিয়ে যায় গুলি।
দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মারা যান ডোডেয়ারহাটের তৃণমূল নেতা অমর রায়, তাঁর বাবা ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য ও মা পঞ্চায়েত প্রধান বলে জানা গিয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে’। যদিও বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্য এখনো পাওয়া যায় নি। তবে গত এক মাসে এই নিয়ে বেশ কয়েকজন তৃণমূল নেতা খুন হয়ে গিয়েছেন, উদ্বিগ্ন রাজ্য সরকার।
ঘটনাস্থলে পৌঁছেছেন কোচবিহারের পুলিশ সুপার ধৃতিমান ভট্টাচার্য। উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেও তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ডোডেয়ারহাট এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
![]()