ফের মেট্রো বিভ্রাট কলকাতায়

মেট্রো নিয়ে প্রায়ই অভিযোগ আসছে সাধারণ মানুষের থেকে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৯/২০২৫ :  প্রায়ই মেট্রো বিভ্রাটে ভুগতে হচ্ছে শহরবাসীকে।  মেট্রো স্টেশনে এসে শুনতে হচ্ছে মেট্রো চলছে না।  

আজ ফের মেট্রো বিভ্রাট। শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ । ৪৫ মিনিট থেকে এক ঘন্টার উপরে এই স্টেশন গুলিতে মেট্রো চলাচল বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে । যদিও  মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। মেট্রো তরফে চেষ্টা করা হচ্ছে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আলাদা মেট্রো চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।

মেট্রো বিভ্রাট ঠিক কোন পর্যায়ে তা স্পষ্ট করে জানায় নি মেট্রো  কর্তৃপক্ষ।  আজ সাড়ে বারোটার  থেকেমেট্রো বিভ্রাট শুরু হয়েছে।  বৃজি থেকে রেক ঘোরাতে অসুবিধা হওয়ার কারণেই মাত্র বিভ্রাট দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে।


Loading

Leave a Comment