নতুন সংশোধনী আনতে পারে কেন্দ্র সরকার

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ১১/১১/২০২৫ : ই কমার্স পণ্য আসলে কোন দেশে তৈরি করা হয়েছে সেই সম্পর্কে তথ্য প্রকাশ্যে াণ উচিত বলে এই ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রীয় ক্রেতা ও উপভোক্তা মন্ত্রক। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দপ্তর ই-কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্য সামগ্রীর ‘কান্ট্রি অফ অরিজিন’ বা উৎস রাষ্ট্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য আইনগত পরিমাপ (প্যাকেটজাত পণ্য সামগ্রী) (দ্বিতীয়) সংশোধিত বিধিমালার খসড়া প্রকাশ করেছে। এরফলে, অনলাইনে কেনাকাটার সময়ে গ্রাহকদের সুবিধা হবে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা যাবে।
এই সংশোধনের মাধ্যমে গ্রাহকরা অনলাইনে কেনাকাটার সময়ে যে সামগ্রী কিনতে চলেছেন, সেটি কোন দেশের তা সহজেই শনাক্ত করা যাবে। এরফলে, এ ধরনের ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা আসবে এবং গ্রাহকরাও ঐ পণ্যটি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। ২০১১ সালের আইনগত পরিমাপ (প্যাকেটজাত পণ্য সামগ্রীর) বিধিমালার ৬ ধারার ১০ উপ-ধারায় যে বিষয়টি উল্লেখ করার জন্য বলা হয়েছে, সেটি হ’ল – “আমদানী করা পণ্য সামগ্রী কোন দেশের, তা অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে”।
![]()