ডুয়ার্সে ধরা পড়ল আরও একটি চিতাবাঘ 

অরণ্যের কাছাকাছি প্রায় চিতার আক্রমণে  হারাচ্ছে গ্রামের মানুষ 

আজ খবর (বাংলা), [রাজ্য], জলঢাকা, জলপাইগুড়ি, ২০/০৯/২০২৫ : ডুয়ার্সে ফের খাঁচা বন্দী হল চিতাবাঘ। শুক্রবার রাতের অন্ধকারে  বন দফতরের পাতা খাঁচায় আটকে পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। 

ডুয়ার্সের জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানের ঘটনা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এই এলাকায় চিতাবাঘের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। রীতিমতো আতঙ্কে ছিল এলাকার বাসিন্দারা। চিতাবাঘ ধরতে বন দফতরের তরফে খাঁচা পাতা হয়। কিছুদিন আগেও  এই চা বাগানে খাঁচায় বন্দী হয় একটি চিতাবাঘ। ফের শুক্রবার রাতে জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানের শিমুলঝোরা সেকশনে বন দফতরের খাঁচায় আটকে পড়ে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। 

খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বন কর্মীরা পৌঁছে চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘ উদ্ধার হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে চা বাগানের বাসিন্দাদের।স্বাস্থ্যপরীক্ষা করে ঐ  চিতাবাঘকে ফের অরণ্যে ছেড়ে দেওয়া হতে পারে। 

‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment