উদয়ন গুহর উস্কানিতেই এই হামলা বলে মনে করছেন শুভেন্দু

আজ খবর (বাংলা), [রাজনীতি], কোচবিহার,পশ্চিমবঙ্গ, ০৫/০৮/২০২৫ : কোচবিহারে গিয়ে আক্রান্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের দিকে অভিযোগের তীর বিজেপির।
কোচবিহারে রাজনৈতিক কর্মসূচী করতে গিয়ে ঘোকসাডাঙ্গায় আক্রান্ত হলেন শুভেন্দু অধিকারী। তাঁর গাড়িতে বাঁশ, লাঠি, ইঁট ও পাথর দিয়ে আঘাত করা হয়। শুভেন্দুর বুলেটপ্রুফ গাড়ির কাঁচও ভেঙে যায় এই ঘটনায়। কোনোক্রমে ঐ ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন পুলিশের সামনেই তাঁর ওপরে এই সুপরিকল্পিত আক্রমন করা হয়েছে।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “তাঁকে আজ প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল। এই ঘটনায় তৃণমূল নেতা উদয়ন গুহার উস্কানি ছিল বলে আমি মনে করছি। পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও পুলিশ ছিল নিষ্ক্রিয়, এই ঘটনায় আমি আদালতে যাব. আমাকে প্রাণে মেরে ফেলার ছক ছিল। ভোটে জিতে এই উদয়ন গুহর সাথে আমরা বুঝে নেব। এর আগে ভোটে মমতাকে আমি হারিয়েছিলাম বলেই আমরা ওপর এই হামলা হয়ে থাকতে পারে।”
শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে উত্তর ২৪ পরগণার বারাসাতের কাছারি মোড়ে বিজেপি একটি প্রতিবাদ মিছিলবের করে।
![]()