‘ব্যাগে বন্দুক আছে’ চিৎকার করে অভিনব কায়দায় কেপমারী

এভাবে যে ছিনতাই হয়ে যাবে ভাবতে পারেন নি ঐ ব্যবসায়ী 

আজ খবর (বাংলা), [রাজ্য\, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা , ০৪০/০৯/২০২৫ : ব্যাগে বন্দুক আছে দাবি করে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ১২ লক্ষ টাকা ছিনতাই।  

অভিনব কেপমারির ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বুধবার বিকেলে বারুইপুর ক্যানিং রোডের ছয়ানি এলাকায় রাস্তার পাশেই হোটেলে খাবে বলে বাইক দাঁড় করিয়েছিল ভাঙ্গরের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। সঙ্গে তার আরো দুই সঙ্গী ছিল। হঠাৎই সেখানে দুই ব্যক্তি আসে ও ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লার কাঁধে থাকা কালো ব্যাগটি ধরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিলে দুই ছিনতাই বাজ চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে ব্যবসায়ীর কালো ব্যাগের মধ্যে রয়েছে বন্দুক।

 তখনই পাশ থেকে আরও চারজন লোক এসে ব্যবসায়ীকে ঘিরে ধরে মারতে শুরু করে। আশেপাশে লোকজন ঘটনায় হতভম্ব হয়ে পড়ে। ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই সঙ্গী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীকে একা পেয়ে বেধড়ক মারধর শুরু করে ৬ জন দুষ্কৃতীদের দল । তারপরে ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ছয় দুষ্কৃতীরা । প্রকাশ্য দিবালোকে এইভাবে ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশেপাশে লোক বুঝতেই পারিনি কিভাবে গোটা  ঘটনাটা ঘটে গেল।

 বুধবার রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। তিনি বিভিন্ন বাজার থেকে ধান সংগ্রহ করতেন। বুধবার বিকেলে চাষীদের থেকে ধান কেনার প্রায় সাড়ে বারো লক্ষ টাকা পেমেন্ট করতে এসেছিল ভাঙ্গরের উত্তর কাশিপুর থানার ভুমরু এলাকার ব্যবসায়ী শাহাবুদ্দিন। ঘটনায় রীতিমতো ভীত ও আতঙ্কিত হয়ে পড়ে ওই ব্যবসায়ী। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে ঐ ব্যবসায়ীর। ছিন্তাইয়ের অভিযোগ পাওয়ার পরে রাতেই ছিনতাইএর সাথে সরাসরি যুক্ত থাকার সন্দেহে  এক জনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।


Loading

Leave a Comment