বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে জৈশ ই মহম্মদ : এনআইএ 

অন্তর্ঘাত নাকি দুর্ঘটনা ? খতিয়ে দেখা হচ্ছে তাও 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ১২/১১/২০২৫ :  দিল্লী বিস্ফোরণের দায় এখনও  পর্যন্ত কেউ স্বীকার না করলেও তদন্তকরী এজেন্সি এনআইএ মনে করছে এই বিস্ফোরণের পিছনে রয়েছে জঙ্গী গোষ্ঠী জৈশ ই মহম্মদের হাত।  

সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ বা তার চেয়েও ওপরের কোনো অভিজ্ঞ অফিসার এনআইএর তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।  তদন্তকারী দল দ্রুত অপরাধীকে শনাক্ত করে ফেলবে এমনটাই মনে করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে সেই নির্দেশই দেওয়া হয়েছে।  বিস্ফোরণ স্থলে গিয়ে নানারকম নমুনা সংগ্রহ করেছে এনআইএ । তবে ফরেনসিক রিপোর্ট এখনো আসে নি।  

তদন্তে নেমে এনআইএর হাতে কিছু পোস্টার  এসেছে, যে পোস্টারের সাথে দিল্লী বিস্ফোরণের তত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না।   আপত্তিজনক কিছু লেখা রয়েছে ঐ  পোস্টারে।  ঐ  পোস্টারগুলি পাওয়া গিয়েছিল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে নওগাঁও  থানা এলাকা থেকে।  এই বিস্ফোরণের সাথে মৌলবী ইরফান আহমেদ ওয়াঘেও যুক্ত থাকতে পারে বলে মনে করছে এনআইএ। এই ব্যক্তিকে দিল্লী বিস্ফোরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল।  

নভেম্বর মাসের ৮ তারিখে ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজ থেকে পুলিশ যে পিস্তল ও বোমা সহ অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল, সেই বিষয়টাকেও উড়িয়ে দিচ্ছে না এনআইএ।  তবে ফরিদাবাদ পুলিশ জানিয়েছে যে আই টেন গাড়িটি  বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয়েছিল, সেই গাড়িটি গত দুই সপ্তাহে আল-ফালাহ মেডিকেল কলেজে ছিল না। 

এনআইএ জানিয়েছে নভেম্বর মাসের ১০ তারিখে আল-ফালাহ মসজিদের ইমাম হাফিজ মহম্মদ ইশতিয়াকের বাড়ি থেকে ২,৫৬৩ কিলোগ্রাম বিস্ফোরকের চালান উদ্ধার হয়েছে। এই ইমাম ব্যক্তিটি  ফরিদাবাদের বাসিন্দা।  তার  বাড়ি থেকেই ৩৫৮ কিলো বিস্ফোরক, ডিটোনেটর এবং টাইমার বাজেয়াপ্ত করা হয়েছে। এই সবকিছুকেই তদন্তের আওতায় আনা হয়েছে।  দিল্লীর বিস্ফোরণ কি অন্তর্ঘাত নাকি নিছক দুর্ঘটনা, সেটাও খতিয়ে দেখছে এনআইএ।

এই মুহূর্তে হাই এলার্ট জারি করা রয়েছে রাজধানী দিল্লীর প্রায় সর্বত্র। নামানো হয়েছে পুলিশের বিশাল বাহিনী, সেই দলে  ইন্টেলিজেন্সের আধিকারিকরাও আছেন। বিস্ফোরণস্থলটিকে এখনও  ঘিরে রাখা হয়েছে। সমাজ মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, যাতে কেউ অহেতুক গুজব না ছড়ায় সেই আবেদন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। 


Loading

Leave a Comment