ভুটানে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা নরেন্দ্র মোদীর

আরও মজবুত হলো ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক 

আজ খবর (বাংলা),  [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ১২/১১/২০২৫ :  দুদিনের সফর শেষ করে ভুটান থেকে নতুন দিল্লীতে ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ভুটানের বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়ায়াংচুক। এর থেকেই দুই দেশের উষ্ণ সম্পর্ক এবং ভাতৃত্বের পরিচয় পাওয়া যায়. 

ভুটানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রকল্পের উদ্বোধন করেন এবং সেই সঙ্গে বেশ কিছু ঘোষণা করেন। এই প্রকল্পগুলির মাধ্যমে ভারত ও ভুটান দুই দেশের বৈদেশিক সম্পর্ক আরও মজবুত হল বলে মনে করা হচ্ছে।  আসুন এক নজরে দেখে নেওয়া যাক ভুটানে গিয়ে নরেন্দ্র মোদী ঠিক কি কি ঘোষণা করলেন – 

উদ্বোধন:

১) ভারত ও ভুটান সরকারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি মেনে ১০২০ মেগাওয়াটের পুনাতসাংছু-২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। 

ঘোষণাসমূহ:

২) ১২০০ মেগাওয়াটের পুনাতসাংছু-১ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ পুনরায় চালু করা নিয়ে বোঝাপড়া

৩) বারাণসীতে ভুটানের মঠ/মন্দির এবং অতিথিশালা নির্মাণের জন্য জমি অনুমোদন। 

৪) হাতিসর সীমান্তে অভিবাসন চেক পোস্ট তৈরির সিদ্ধান্ত।

৫) ভুটানকে ৪ হাজার কোটি টাকার সর্বোচ্চ ঋণ প্রদান।

সমঝোতা চুক্তি (মউ) :

৬) অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত মউ। এতে সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োমাস, শক্তি, শক্তি মজুত, গ্রিন হাইড্রোজেনের মতো শক্তির ক্ষেত্রে একসঙ্গে কাজ করা। এই চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেছেন নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী। অন্যদিকে, ভুটানের পক্ষে স্বাক্ষর করেছেন সেদেশের শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী লিংপো জেম শেরিং। 

৭) স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত মউ। এর মাধ্যমে ওষুধ, রোগ নির্ণয়, প্রসূতিদের স্বাস্থ্য, সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পরম্পরাগত ভেষজ ওষুধ, ডিজিটাল স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা।
এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী সন্দীপ আর্য এবং ভুটানের স্বাস্থ্য সচিব পেম্বা ওয়াংচুক।

৮) ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (নিমহান্স) এবং ভুটানের পেমা সচিবালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ সংক্রান্ত মউ। এই চুক্তির লক্ষ্য হ’ল – মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে দুই দেশের মধ্যে পেশাগত দক্ষতা বিনিময়, মানসিক স্বাস্থ্য পরিষেবা ও গবেষণার উন্নয়ন। এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী সন্দীপ আর্য এবং ভুটানের পেমা সচিবালয়ের প্রধান শ্রীমতী দেচেন ওয়াংমো।


Loading

Leave a Comment