ভারতীয় বক্সিংয়ের সাফল্য 

পবন বার্টওয়াল  মুগ্ধ করেছেন বিচারকদের

আজ খবর (বাংলা), [খেলা], লিভারপুল, যুক্তরাজ্য, ০৫/০৯/২০২৫ :  ভারতের হয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ শুরু করলেন সাক্ষী। ৫৪ কিলোবিভাগে তিনি প্রতিপক্ষ ইউক্রেনকে হারিয়ে দিয়েছেন। 

এদিন ৫৪ কিলো বিভাগে খেলা শুরু করলেন বক্সার সাক্ষী। অসাধারণ লড়াই করেছেন তিনি।  প্রতিপক্ষ ইউক্রেনের খেলোয়াড়কে তিনি ৫:০ ব্যবধানে পরাজিত করেছেন।  এদিকে পুরুষদের ৫৫ কেজি বিভাগে  ব্রাজিলকে হারিয়ে অসাধারণ শুরু করলেন পবন বার্টওয়াল।  যথেষ্ট কঠিন ছিল তাঁর রাউন্ডগুলি. কিন্তু নিজস্ব দক্ষতায় তিনি জয় ছিনিয়ে নিয়ে আসেন। পরাজিত করেন প্রতিপক্ষ ব্রাজিলের মাইকেল ডগলাস ত্রিনিদাদেকে। মাইকেল প্যারিস অলিম্পিকে যোগ দিয়েছিলেন । 

আজ সন্ধ্যায় আরও দুই ভারতীয় খেলতে নামবেন। তাঁদের মধ্যে একজন হলেন সানামাচা  চানু, তিনি মহিলাদের ৭০ কেজি বিভাগে লড়াই করবেন এবং আর একজন হলেন হর্ষ চৌধুরী, তিনি পুরুষদের ৯০ কেজি বিভাগে লড়াই করতে নামবেন। 


Loading

Leave a Comment