
আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০১/০৫/২০২৫ : মুম্বইয়ে জিও ওয়ার্লড কনভেনশন সেন্টারে আজ World Audio Visual And Entertainment Summit-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনকে দেশের সস্কৃতি ও উৎকর্ষের এক ঐতিহাসিক মুহূর্ত বলে বিবেচনা করলেন নরেন্দ্র মোদী।
চার দিন ব্যাপী এই অনুষ্ঠানের থিম হিসেবে বলা হয়েছে ‘কানেকটিং ক্রিয়েটার্স, কানেকটিং কান্ট্রিজ’। দেশের কৃষ্টি ও উৎকর্ষতা জুড়বে গোটা দেশের সাথে। এদিন উদ্বোধনের সাথে সাথেই জুড়ে গেল ৯০টি দেশের সৃষ্টি উৎকর্ষের শিল্পী, দর্শক, বিনোদন শিল্পের সাথে জুড়ে থাকা মানুষ এবং পলিসি মেকাররা। মোদী বলেছেন যে “১৪০ কোটি মানুষের এই দেশে কোটি কত গল্প তৈরি হয়ে আছে, সেগুলি বলার জন্যেও লক্ষাধিক মানুষ রয়েছেন। ভারত গোটা বিশ্বকে গল্প বলতে চায়।”
মোদী আরও বলেন, “আমাদের দেশ শিল্পকলা সম্পদে ভরপুর। এমনকি আধ্যাত্মিক চেতনাতেও আমাদের দেশে সুর ব্যবহার করা হয়. এটাই দেশের জন্যে শিল্প সৃষ্টি করার সেরা সময়, এমনকি গোটা পৃথিবীর জন্যে শিল্প সৃষ্টি করার শ্রেষ্ঠ সময়। বিশ্ব এখন গল্প খুঁজছে। সায়েন্স, ট্রেজার, ফিকশন, ইমাজিনেশন সবকিছুই চাই। ভারতের ঝুলি সম্পূর্ণ ভর্তি রয়েছে। ভারত সেই ঝুলি গোটা পৃথিবীর সাথে ভাগ করে নিতে চায়। গোটা বিশ্বকে কৃষ্টি ও উৎকর্ষতা দিতে ভারত আগ্রহী এবং প্রস্তুত।”
![]()