নিখুঁতভাবে ক্যাচ ধরতেই হবে ভারতকে

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই,আরব আমির শাহী, ২৫/০৯/২০২৫ : শেষ চারে উঠে প্রতিপক্ষ বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের স্কর টেবিলের শীর্ষে উঠে গেলো ভারত। যদিও ভারতীয় ফিল্ডিং নিয়ে যাবতীয় প্রশ্ন তুলে দিয়ে গেলো ভারতীয় দলের সাম্প্রাতিক পার্ফর্মেন্স।
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ২০ ওভারে ৬ উইকেট খুইয়ে ভারত ১৬৮ রান সংগ্রহ করে। এই ব্যাটিংয়ের মধ্যে অবশ্যই ভারতের পাওনা হল অভিষেক শর্মার ব্যাটিং আত্মবিশ্বাস। একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে গেলেন তিনি। ভারতীয় ব্যাটিংকেও সমৃদ্ধির পথে এগিয়ে রাখলেন। ভারতীয় ব্যাটিং লাইন আপ অভিষেকের ওপর ভরসা রাখতেই পারে এবং সেই সঙ্গে অভিষেক নিজের প্রতি প্রত্যাশাও যথেষ্ট বাড়িয়ে রাখলেন।
অভিষেক শর্মা ৩৭ বলে ৭৫ রান তুলেছেন। অভিষেক ছাড়া ভারতের শুভমন ১৯ বলে ২৯, হার্দিক পাণ্ড্যিয়া ২৯ বলে ৩৮ ও অক্ষর প্যাটেল ১৫ বলে ১০ রান পেয়েছেন। বাংলাদেশের সামনে ১৬৯ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া।
১৬৯ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ধীরে সুস্থে এগোতে শুরু করে। তবু ৩ বল বাকি থাকতেই ১২১ রানে ভেঙে পড়ে বাংলাদেশ। ভারতের কাছে ৪১ রানে পরাজিত হয় তারা। বাংলাদেশের সইফ হাসান ৫১ বলে ৫৯ রান করেছেন. ১৯ বলে ২১ রান করেছেন ইমন। আর কেউই ১০এর গন্ডি স্পর্শ করতেই পারেন নি। সেভাবে ভারতের সামনে দাঁড়াতেই পারে নি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ম্যাচের সেরা হয়েছেন অভিষেক শর্মা।
তবে গতকালের ম্যাচ এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলা ম্যাচ দুটিতে ভারতীয় ফিল্ডিং, বিশেষ করে ক্যাচ ধরা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই দুই ম্যাচে ভারত এতো বেশি ক্যাচ মিস করেছে যে কঠিন প্রতিপক্ষ থাকলে ম্যাচ হেরে যেতে পারতো ভারতীয় বাহিনী। চলতি টুর্নামেন্টে মোট ১২টি ক্যাচ ফেলেছে ভারত। সেটা ম্যাচ পরিসংখ্যানগতভাবে সর্বনিম্নের থেকে দ্বিতীয়। গতকাল বাংলাদেশের ম্যাচে একাধিক ক্যাচ ছেড়েছে ভারতীয়রা।
পাকিস্তান ম্যাচেও মোট চারটি ক্যাচ তারা মিস করেছে। অথচ ফ্লাড লাইটের আলোয় ক্যাচ ধরার সব রকম কৌশলই আয়ত্ত করার অভ্যাস করেছে এই ভারতীয় দল। হয়ত দুবাইয়ের স্টেডিয়ামে ফ্লাড লাইট নিয়ে নির্দিষ্ট কিছু অভিযোগ ভারতের থাকতে পারে। কিন্তু এখন যখন ভারত স্কোর টেবিলের শীর্ষে উঠে গিয়েছে, তখন সেটাকে আর অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। সঠিকভাবে নিখুঁত কৌশলে ক্যাচ ধরতেই হবে ভারতকে।
‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()