আকাশ ও অর্শদীপ আহত, ভারতীয় দলে ডাক পেলেন অংশুল কাম্বোজ 

ভারতীয় দলে উঠে আসছে নতুন নতুন মুখ, ভারত যে ক্রিকেটে নতুন প্রজন্মকে প্রস্তুত করে রেখেছে, এটা তারই প্রমান।

আজ খবর (বাংলা), [খেলা], ম্যানচেস্টার, ইউকে, ২১/০৭/২০২৫ :  অবশেষে ম্যানচেস্টারে আগামী চতুর্থ টেস্টে অন্তর্ভুক্ত করা হল তরুণ খেলোয়াড় অংশুল কম্বোজকে। চতুর্থ টেস্টে অভিষেক হবে এই ভারতীয় বোলারের।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এই মুহূর্তে ২-১ টেস্টে পিছিয়ে রয়েছে।  ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে বুমরাকে পাওয়া  যাবে কি না তা নিয়ে আলোচনার টেবিল যখন প্রচন্ড ব্যস্ত, তখনই  প্র্যাকটিস ম্যাচে চোট  পেলেন আকাশ দীপ  এবং অর্শ দীপ  দুজনেই। এই দুই বোলারের ওপরেই ভরসা রেখেছিল টিম ইন্ডিয়া। প্র্যাকটিস ম্যাচে এই দুজনেই আহত হয়ে যাওয়ায় রীতিমত কপালে ভাঁজ পড়তে দেখা যায় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের। পরবর্তী পরিস্থিতি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যে টিম ইন্ডিয়া বৈঠকে বসে. আর এরপরেই কপাল খুলে যায় অংশুলের। ভারত থেকে  তাঁকে ম্যানচেস্টারে ডেকে নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অর্শদীপ টেস্ট ক্রিকেটে যাঁর অভিষেক হওয়ার কথা ছিল, বেকেনহ্যামে বৃহস্পতিবার ট্রেনিং সেশনে হাতে চোট  পেয়ে বসে যান। তাঁর হাতে ব্যান্ডেজ করা হয়েছে। প্রথম তিনটি টেস্টে মহম্মদ সিরাজ যথেষ্ট চাপ সামলেছেন। সুতরাং তাঁর কাঁধে যাতে আরও চাপ না আসে, সেদিকে খেয়াল রাখতেই হবে। প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর একে  অপরের বিকল্প হিসেবে রয়ে গিয়েছেন  দলে। 

এবার ডাক পড়েছে ২৪ বছর বয়সী অংশুল কম্বোজের। অংশুল মূলত ডান হাতি পেসার, তবে স্কিডিঙ বাউন্স এবং জোরে বল করার জন্যে বেশ নাম ডাক রয়েছে তাঁর। ভারত ‘এ’  দলে দুর্দান্ত বোলিং পারফর্মেন্স আছে তাঁর।  নর্দাম্পটনে দ্বিতীয় আনুষ্ঠানিক ম্যাচে তিনি একই চার উইকেট নিয়েছিলেন। যার মধ্যে এক ওভারে দুটো উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাটিংয়েও বেশ সাচ্ছন্দ অংশুল, তনুষ কোটিয়ানের  সাথে জুটি করে ১৪৯ অপরাজিত রান করেছিলেন অংশুল। ভারতীয় দলে খেলার জন্যে মুখিয়ে ছিলেন তিনি। তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় দলকে অংশুল সবটা দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে রয়েছে। 


Loading

Leave a Comment