ভারত থেকে পলাতক অপরাধী জাকির নায়েক , রয়েছে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ০২/১১/২০২৫ : বিতর্কিত জাকির নায়েককে বাংলাদেশের একটি সংগঠন সে দেশে আমন্ত্রণ জানাচ্ছে। যদিও মহম্মদ ইউনুস তাকে এখনো বাংলাদেশে আসার অনুমতি দেয় নি। তবে বাংলাদেশে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশের তদারকি সরকার যিনি পরিচালনা করছেন, সেই মহম্মদ ইউনুস জানিয়েছেন, “আমরা জাকির নায়েককে আমন্ত্রণ জানাই নি। যারা আমন্ত্রণ জানিয়েছে তারা অনুমতির জন্যে আমার সাথে দেখা করেছে।” এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হুসেন বলেছিলেন বিতর্কিত জাকির নায়েকের বাংলাদেশ সফর সম্পর্কে তিনি অবগত নন।
বাংলাদেশে জাকির নায়েকের সফরের আয়োজক স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রূপ। এই সংস্থাটি জানিয়েছে বাংলাদেশ সরকারের অনুমোদন সাপেক্ষেই জাকির নায়েককে নিয়ে অনুষ্ঠান করছে তারা। যদিও জাকির নায়েককে এখনো বাংলাদেশ সফরের জন্যে বাংলাদেশের তদারকি সরকার অনুমতি দেয় নি বলেই জানা যাচ্ছে।
এই ব্যক্তি ভারতীয় হলেও ভারত থেকেপলাতক। ধর্মীয় দিক থেকে এই ব্যক্তি ইসলাম ধর্মে মানুষকে পরিবর্তন বা দীক্ষিত করার কাজ করতো। জাকির ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস্ টিভি তৈরি করেছিল। ২০১৬ সালে নরেন্দ্র মোদী এই ব্যক্তির বিরুদ্ধে ঘৃণার প্রচার ও অর্থ পাচারের অভিযোগ আনেন। ইন্টারপোলের সাহায্য নিয়েও তাকে ধরা যায় নি। তার ফাউন্ডেশন এবং পিস্ টিভি নিষিদ্ধ ঘোষণা করেছে বেশ কয়েকটি দেশ। বাংলাদেশও তার মধ্যে অন্যতম, যদিও সেই সময় ছিল শেখ হাসিনার শাসন। ভারত থেকে পলাতক এই ধরনের এক ব্যক্তিকে আগামী মাসে বাংলাদেশে স্বাগত জানানো হচ্ছে।
স্বাভাবিকভাবেই ভারত প্রতিক্রিয়া জানিয়েছে। জাকিরের পাকিস্তান সফর নিয়ে ভারত জানিয়েছে জাকিরের পাক সফর নিয়ে ভারত আদৌ অবাক হয় নি। তবে যেহেতু এই ব্যক্তি ভারত থেকে পলাতক এক অপরাধী, এবং ইন্টারপোলের রেড নোটিশপ্রাপ্ত অপরাধী, তাই অন্যান্য দেশ যেখানেই এই ব্যক্তি যাক না কেন, তাকে সেই দেশের সরকারের গ্রেপ্তার করতে সহায়তা করা উচিত। ভারতের এই বক্তব্য শুনে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ, গোটা বিষয়টির ওপর নজর রাখছে তারা। আগামী মাসে জাকির নায়েকের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। এখন দেখার বাংলাদেশের তদারকি সরকার তাকে বাংলাদেশে সফর করার অনুমতি দেয় কি না !
![]()