আগামীকাল ইডি দিল্লীতে তলব করেছে অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে  

অবৈধ বেটিং এপ্লিকেশনের প্রমোশন করেছিলেন সেলিব্রেটিরা 

আজ খবর (বাংলা), [ বিনোদন ], নতুন  দিলেই,ভারত, ১৪/০৯/২০২৫ :  অবৈধ অনলাইন বেটিং এপ্লিকেশনকে প্রমোট করার অভিযোগে দিল্লীতে তলব করা হল অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ  মিমি চক্রবর্তীকে। সেই সঙ্গে তলব করা হয়েছে আর এক অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও।

১৫ তারিখে অর্থাৎ আগামীকাল সকালে দিল্লীতে ইডির দপ্তর তলব করা হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।  আগামী পরশু দিন তলব করা হয়েছে উর্বশীকে। এঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবৈধ অনলাইন বেটিং এপ্লিকেশন 1xbetকে প্রমোট করেছিলেন এঁরা।  সেই কারণেই জিজ্ঞাসাবাদ করার জন্যে আগামীকাল তাঁকে ডেকে পাঠানো হয়েছে দিল্লীতে ইডির অফিসে। 

এর আগে এই অভিযোগেই ক্রিকেটার শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।  জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকেও। এঁরা সবাই কোনো না কোনো সময় এই এপ্লিকেশনটির প্রমোশনের কাজে যুক্ত ছিলেন। ভারতে এই এপ্লিকেশন সম্পূর্ণ অবৈধ। ভারতে প্রায় ২২ কোটি লোক অংশগ্রহণ করে এই  এপ্লিকেশনে। তার মধ্যে অন্তত ১১ কোটি লোক নিয়মিত ব্যবহার করে এই এপ্লিকেশনটিকে। 


Loading

Leave a Comment