ভারত সফরে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ক্যানবেরা , অস্ট্রেলিয়া, ১৯/১১/২০২৫ : বুধবার অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং ভারত সফরে আসছেন। তিনি বন্ধুত্বের পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রের প্ৰস্তাৱনা নিয়েও ভারতে আসছেন বলে জানা গিয়েছে।
ভারতে এসে পেনি বৈঠক করবেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয় শঙ্করের সাথে। অবশ্য এটি হবে জয় শঙ্করের সাথে তাঁর ২৬ তম বৈঠক। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্ৰী পেনি ওং ভারতের সাথে অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছেন। সেট ভারতও চাইছে। পেনি তাঁর সফরকালে ভারতের সাথে সাইবার ও কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা, খেলাধুলা এবং মানুষে মানুষে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন।
পেনি ওং এদিন বলেন, “ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলোচনা করার জন্যে আমি রীতিমত মুখিয়ে রয়েছি। ” অবশ্য এই মুহূর্তে ভারত দ্বিপাক্ষিকভাবে, কোয়াডের মাধ্যমে এবং অন্যান্য জোটের মাধ্যমে অস্ট্রেলিয়ার সাথে সফলভাবে কাজ করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা বিষয়ে অস্ট্রেলিয়ার সাথে বেশ কিছু চুক্তি করেছেন (রাজনাথ সিং এর সফরকালে এই চুক্তি হয়েছিল)। এবারেও অস্ট্রেলিয়ার সাথে বেশ কিছু সামরিক সমঝোতা হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে সেগুলি নিয়েও আলোচনা হবে।
![]()